ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

সাকিব ভক্তকে রক্ষা করলেন মাশরাফি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২ ০৮:১২

ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করেন সাকিব ভক্ত৷ ছবি সংগৃহীত৷ ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করেন সাকিব ভক্ত৷ ছবি সংগৃহীত৷

বাংলাদেশ ক্রিকেটে পোস্টার বয় সাকিব আল হাসান৷ বয়সের সংখ্যায় ৩৬ হলেও খেলে যাচ্ছেন তিন ফরম্যাটে৷ সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম চাওয়া নিয়ে সাকিবকে ঘিরে শুরু হয় আলোচনা সমালোচনা৷ তবে শেষ পর্যন্ত সফরে গিয়ে প্রথম ম্যাচেই আলো নিজের করে নেন এই বিশ্বসেরা অলরাউন্ডার৷ পরিবারের চরম বিপদে ওয়ানডে সিরিজ খেললেও খেলা হয়নি টেস্ট সিরিজ৷ দেশ ফিরে দুঃখের মাত্রা বৃদ্ধি পেলেও ঘরের মাঠে আসন্ন সিরিজ খেলতে ডিপিএলে প্রস্তুতি নিচ্ছেন লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে৷

খেলার মাঠে হুটহাট করে প্রিয় খেলোয়াড়ের সাথে সেলফি তুলার চিত্র চিরপরিচিত৷ ভক্তদের আবদার মেটাতে তারকা ক্রিকেটারও বাড়িয়ে দেন ভালোবাসা৷ তেমনি এক ঘটনা ঘটেছে চলমান ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার ম্যাচে৷

বিকেএসপির ৩ নম্বর মাঠের দেয়াল টপকে সাকিবের এক ভক্ত মাঠে ঢুকেন ৷ সাকিবও আবদারে সাড়া দিয়ে তুলেন সেলফি৷ ততক্ষণে মাঠে হাজির নিরাপত্তা কর্মীরা৷ ছোট্ট ছেলেটিকে যখন জোড় করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তখনই বাঁধা মাশরাফির৷ মাঠ থেকে চিৎকার করে পাশে দাঁড়ান সাকিব ভক্তের৷ ম্যাশের হস্তক্ষেপে ছেলেটিকে ছেড়ে দেন দায়িত্বরত মানুষেরা৷

যে কায়দায় মাঠে এসেছিলেন,ঠিক সেই বুদ্ধিতে মাঠ থেকে চলে যান সেই ভক্ত।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...