ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

হেরে অপেক্ষা বাড়ল শেখ জামাল, রুপগঞ্জের

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২ ০৫:১১

রূপগঞ্জকে ৮১ রানে হারিয়েছে আবাহনী। ছবি: ওয়ালটন রূপগঞ্জকে ৮১ রানে হারিয়েছে আবাহনী। ছবি: ওয়ালটন

স্পেশাল করেসপন্ডেন্টঃ শিরোপার দৌড় থেকে আগেই ছিটকে পড়েছিল আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে রোববার জিতেছে দুই ক্লাবই। তারা হারিয়ে দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও লেজেন্ডস অব রুপগঞ্জকে। তাতেই শেখ জামাল, রুপগঞ্জের ট্রফি জয়ের লড়াই আরও দীর্ঘায়িত হলো।

আজ মিরপুর স্টেডিয়ামে লেজেন্ডস অব রুপগঞ্জকে ৮১ রানে হারিয়েছে আবাহনী। ১৩ ম্যাচে মাশরাফি-সাকিবের রুপগঞ্জের সংগ্রহ এখন ১৮ পয়েন্ট। বিকেএসপির ৪ নম্বর মাঠে শেখ জামালকে ৮ উইকেটে পরাজিত করেছে প্রাইম ব্যাংক। ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আছে শেখ জামাল। 

মিরপুরে আগে ব্যাট করা আবাহনী ৭ উইকেটে ২৭৯ রান করেছিল। শান্ত ৮৬, আফিফ ৬২, সাইফউদ্দিন অপরাজিত ৩০, মোসাদ্দেক ২৮ রান করেন। রুপগঞ্জের সাকিব ৩টি, আল-আমিন হোসেন ২টি উইকেট পান। জবাবে রান তাড়া করতে নামা রুপগঞ্জ ৪৪.৫ ওভারে ১৯৮ রানে অলআউট হয়। রকিবুল ২৭, সাব্বির ৩৮, চিরাগ জানি ৪৮, তানবির অপরাজিত ৩৬, মুক্তার আলী ২২ রান করেন। ব্যাট হাতে মাত্র ৩ রান করেন সাকিব। আবাহনীর মোসাদ্দেক ৪টি, তানবির ৩টি উইকেট পান। আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক ম্যাচ সেরার পুরস্কার পান।

বিকেএসপিতে ৮ উইকেটে ২৩২ রান তুলেছিল শেখ জামাল। নুরুল হাসান সোহান সর্বোচ্চ ৭১, পারভেজ রাসুল ৩৭, মিরাজ ৪৭ রান করেন। প্রাইম ব্যাংকের তাইজুল ৩টি, রাকিবুল ২টি করে উইকেট নেন। জবাবে ৪০.২ ওভারে ২ উইকেটে ২৩৪ রান তুলে জয় নিশ্চিত করে প্রাইম ব্যাংক। তামিম ৯০, বিজয় ৫২, শাহাদাত দিপু অপরাজিত ৫২, মিঠুন অপরাজিত ৩১ রান করেন। তামিম ম্যাচ সেরা হয়েছেন।

বিকেএসপির ৩ নম্বর মাঠে রুপগঞ্জ টাইগার্স ৮৪ রানে হারিয়ে দিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। লিস্ট-এ ক্রিকেটে ফজলে রাব্বির ৯ম সেঞ্চুরিতে রুপগঞ্জ টাইগার্স ৪ উইকেটে ৩১৪ রান তুলেছিল। ফজলে রাব্বি ১০৮ বলে ১০৪ রান (৫ চার, ৪ ছয়) করেন। ইমরানুজ্জামান ৭৩, মার্শাল ৫৩, আরিফুল অপরাজিত ৪১ রান করেন। জবাবে ৪৩.৩ ওভারে ২৩০ রানে গুটিয়ে যায় গাজী ক্রিকেটার্সের ইনিংস। সেঞ্চুরি করে স্বেচ্ছা অবসরে যাওয়া ফজলে রাব্বি ম্যাচ সেরা হন।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...