ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

তামিম-বিজয়দের হারালেন সাকিব-মাশরাফিরা

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২ ০৫:৫৬

মুক্তার আলী ও তানবিরের যৌথ চেষ্ঠায় জয় আসে শেষ ওভারে৷ ফাইল ছবি৷ মুক্তার আলী ও তানবিরের যৌথ চেষ্ঠায় জয় আসে শেষ ওভারে৷ ফাইল ছবি৷

স্পেশাল করেসপন্ডেন্টঃ চলতি মৌসুমে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম ম্যাচ খেললেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। বৃহস্পতিবার তিনটি পৃথক ভেন্যুতে নিজ নিজ দলের হয়ে খেলেছেন তারা। বিকেএসপিতে মুখোমুখি হয়েছিল সাকিব-তামিম। বরাবরের মতোই অলরাউন্ড পারফরম্যান্সে উজ্জ্বল সাকিব। লেজেন্ডস অব রুপগঞ্জের হয়ে ১৯ রানে ২ উইকেট ও ২১ রান করেছেন তিনি।

একই ম্যাচে প্রাইম ব্যাংকের তামিম ৮ রান করে সাকিবের শিকার হয়েছেন। মিরপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ৩২ রান করেছেন মুশফিক।


বিকেএসপির ৪ নম্বর মাঠে লেজেন্ডস অব রুপগঞ্জ ৩ উইকেটে পরাজিত করেছে প্রাইম ব্যাংককে। ১২ ম্যাচে মাশরাফি-সাকিবের রুপগঞ্জের সংগ্রহ ১৮ পয়েন্ট। একই ভেন্যুর ৩ নম্বর মাঠে আবাহনী লিমিটেড ২৭ রানে হেরে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে। আজ ম্যাচ হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে আবাহনী ও প্রাইম ব্যাংক। ১২ ম্যাচে দুই ক্লাব ১৪ পয়েন্ট করে পেয়েছে।

 মাশরাফি ও সাকিব
সুপার লিগের আরও ৩ ম্যাচ বাকি আছে। প্রিমিয়ার লিগের ট্রফির লড়াইয়ে টিকে আছে শুধু ইমরুল-মুশফিকদের শেখ জামাল ও মাশরাফি-সাকিবদের রুপগঞ্জ। যদিও ইমরুলের দল ৪ পয়েন্ট এগিয়ে আছে।


বৃহস্পতিবার বিকেএসপিতে বৃষ্টিবিঘ্নিত ৩৩ ওভারে ম্যাচে প্রাইম ব্যাংক আগে ব্যাট করে ৩১.২ ওভারে ১৫২ রানে অলআউট হয়। বিজয় ৭৩, ইয়াসির ৩৯ রান করেন। কিন্তু রান তাড়া করতে নেমে ৮৪ রানে ৭ উইকেট হারিয়ে বসে রুপগঞ্জ। অষ্টম উইকেটে প্রতিরোধ গড়েন তানবির হায়দার-মুক্তার আলী। তাদের দুর্দান্ত ৭০ রানের জুটিতে ২ বল বাকি থাকতে ৭ উইকেটে ১৫৪ রান করে রুপগঞ্জ। সাব্বির ২৬, মুক্তার অপরাজিত ৩৯, তানবির অপরাজিত ৩১ রান করেন। মুক্তার ম্যাচ সেরা হন।


এদিকে বৃষ্টিস্নাত ৩৬ ওভারের ম্যাচে গাজী ক্রিকেটার্স ৬ উইকেটে ২৭৬ রান তুলেছিল। দলের সবাই ঝড়ো গতিতে রান তুলেছেন। মাহমুদুল হাসান ৮৮, ফরহাদ ৫৭, ধ্রুব শোরে অপরাজিত ৫৫, মেহেদী মারুফ ৩৫ রান করেন। জবাবে আল-আমিন জুনিয়রের স্পিনে দিশেহারা হয়ে পড়ে আবাহনী। তিন হাফ সেঞ্চুরির পরও আবাহনী ৩৪.৩ ওভারে ২৪৯ রানে অলআউট হয়। মুনিম শাহরিয়ার ৬১, শান্ত ৭৬, মোসাদ্দেক ৭৩ রান করেন। ২২ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন আল-আমিন জুনিয়র।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...