ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

মাশরাফির রূপগঞ্জে প্রিমিয়ার লিগ খেলবেন সাকিব!

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২ ০১:৫৪

প্রিমিয়ার লিগ মাতাতে ঢাকায় আসছেন সাকিব। ফাইল ছবি প্রিমিয়ার লিগ মাতাতে ঢাকায় আসছেন সাকিব। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে পাওয়া, না পাওয়া নিয়ে চলছে অনেক জল্পনা-কল্পনা। তবে হোম সিরিজে বাঁহাতি এ অলরাউন্ডারকে পাওয়ার পথ কিছুটা সুগম হলো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের কারণে।

কারণ প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে শেষ কয়েকটি ম্যাচ খেলতে দেশে ফিরছেন সাকিব। মাশরাফি বিন মুর্তজার দল লেজেন্ডস অব রূপগঞ্জে খেলবেন তিনি। মঙ্গলবার ক্লাবটির বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আজই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবে ক্লাবটি।

মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজের মতোই সাকিবও এই বছর মোহামেডানে নাম লিখিয়েছিলেন। কিন্তু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে কোনো ম্যাচই খেলতে পারেননি তিনি। মোহামেডান সুপার লিগে উঠতে পারেনি। সতীর্থদের মতোই ক্লাব বদলে প্রিমিয়ার লিগে খেলতে নামছেন তিনি। মুশফিক-মিরাজ শেখ জামালে খেললেও সাকিব খেলবেন লেজেন্ডস অব রূপগঞ্জে। 

সূত্র জানায়, মোহামেডান ছেড়ে দিচ্ছে সাকিবকে। তাই রূপগঞ্জের হয়ে প্রিমিয়ার লিগের সুপার লিগের কয়েকটি ম্যাচ খেলতে বাধা থাকবে না তার।

বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা সাকিবের দ্রুতই দেশে ফেরার কথা রয়েছে। প্রিমিয়ার লিগে ৮টি জয়ে দ্বিতীয় স্থানে আছে মাশরাফির রূপগঞ্জ। শীর্ষে থাকা শেখ জামালের জয় ১০টি।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...