ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

আবাহনীকে গুড়িয়ে দিল প্রাইম ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২ ০৫:০৮

ম্যাচ সেরা শেখ জামালের পারভেজ রসুল। ছবি: ওয়ালটন ম্যাচ সেরা শেখ জামালের পারভেজ রসুল। ছবি: ওয়ালটন

স্পেশাল করেসপন্ডেন্টঃ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপার লড়াইয়ের মঞ্চ সুপার লিগ। এই পর্বের শুরুতেই বড়সড় ধাক্কা খেল আবাহনী লিমিটেড। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গুড়িয়ে দিয়েছে প্রাইম ব্যাংক। সোমবার সুপার লিগের প্রথম ম্যাচে মিরপুর স্টেডিয়ামে আবাহনীকে ১৪২ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। 

লিগে দুই ক্লাবের জয়ের সংখ্যা এখন ৭টি। আবাহনীর হারে কিছুটা স্বস্তি পেতেই পারে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কারণ আবাহনীর চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেছে ক্লাবটি। পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে তারা। আজ বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭২ রানে পরাজিত করেছে শেখ জামাল। বিকেএসপির ৪ নম্বর মাঠে সাব্বির রহমানের সেঞ্চুরিতে লেজেন্ডস অব রূপগঞ্জ ৫৫ রানে পরাজিত করেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে। মাশরাফির রূপগঞ্জ জয় পাওয়ায় চ্যালেঞ্জটা থাকছেই শেখ জামালের জন্য। যদিও রূপগঞ্জের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৪’ই থাকছে।

মিরপুর স্টেডিয়ামে আজ আগে ব্যাট করে ৯ উইকেটে ২৭৩ রানের সংগ্রহ গড়েছিল প্রাইম ব্যাংক। বিজয় ৭৭, শাহাদাত দিপু ৩৮, মিঠুন ৪৪, ইয়াসির ৪৩, শেখ মেহেদী অপরাজিত ৩৪ রান করেন। আবাহনীর ধনঞ্জয়া ডি সিলভা ৩টি, সাইফউদ্দিন ২টি উইকেট পান। জবাবে রাকিবুল, নাসির, শেখ মেহেদী, তাইজুলদের ঘূর্ণি তোপে ৩২.৪ ওভারে ১৩১ রানে অলআউট হয় আবাহনী। অধিনায়ক মোসাদ্দেক ৬৫ রান করেন। প্রাইম ব্যাংকের রাকিবুল-নাসির ৩টি করে, শেখ মেহেদী-তাইজুল ২টি করে উইকেট নেন। বিজয় ম্যাচ সেরা হন। 

বিকেএসপির ৪ নম্বর মাঠে লেজেন্ডস অব রূপগঞ্জ ৫ উইকেটে ৩২৫ রান তুলেছিল। ১১১ বলে ১২৫ রানের (৮ চার, ৮ ছয়) ইনিংস খেলেন সাব্বির। নাঈম ইসলাম ৩৩, চিরাগ জানি ৬৬ বলে ঝড়ো ব্যাটিংয়ে ৯৫ রান (৪ চার, ৭ ছয়) করেন। জবাবে সাদ নাসিমের সেঞ্চুরির পরও রূপগঞ্জ টাইগার্স ৯ উইকেটে ২৭০ রানের বেশি যেতে পারেনি। সাদ নাসিম ১১৬ রান করে অপরাজিত ছিলেন। নাবিল সামাদ ৪৭ রানে ৫ উইকেট নেন। সেঞ্চুরিয়ান সাব্বির ম্যাচ সেরার পুরস্কার পান।

বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাট করা শেখ জামাল ৫ উইকেটে ২৭১ রান তুলেছিল। রবিউল ৫৮, সোহান ৭৩, পারভেজ রাসুল ৭৩ রান করেন। জবাবে ৪৩.৫ ওভারে ১৯৯ রানে অলআউট হয় গাজী ক্রিকেটার্স। ব্যাটিংয়ের পর বোলিংয়েও ৩ উইকেট নেন পারভেজ রাসুল। এই ভারতীয় ক্রিকেটার ম্যাচ সেরা হন।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...