ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন ফরম্যাটে ভিন্ন অধিনায়কই ক্রিকেটের ভবিষ্যৎ: ইরফান পাঠান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩ ১১:২৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ লাল ও সাদা বলের জন্য আলাদা আলাদা অধিনায়ক নির্বাচন করছে ক্রিকেট বোর্ডগুলো। তবে ক্রিকেটের তিন ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়ক ক্রিকেটের ভবিষ্যত বলে মনে করেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। 

 

ইরফান পাঠান মূলত ভারতীয় দল নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেছেন। কেননা আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তিন ফরম্যাটে তিনজনকে অধিনায়ক করেছে বিসিসিআই। যেখানে ওয়ানডেতে লোকেশ রাহুল, টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব ও টেস্ট নেতৃত্বে থাকছেন রোহিত শর্মা। 

এ প্রসঙ্গে ইরফান বলেছেন, 'এটা ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে। যদিও আমি এর বড় ভক্ত নই। তবে আমরা আলাদা আলাদা ফরম্যাটের জন্য ভিন্ন ভিন্ন অধিনায়ক করতে পারবো কিনা তা নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে। তবে এটা সত্যি এর ফলে ওয়ার্কলোড অনেকটা কমে যাবে। যার কারণে আপনি এখন বড় স্কোয়াড ও ভিন্ন অধিনায়ক দেখতে পাচ্ছেন।'

ইরফান আরো বলেন, 'এটা পরিষ্কার যে রোহিতকে সাদা বলের ক্রিকেট থেকে বিরতি নিতে হয়েছিল। তাই আপনি তাকে এখানে দেখতে পাচ্ছেন না। আপনি তাকে টেস্ট ক্রিকেটের অধিনায়ক হিসেবে দেখছেন। যাইহোক, আপনি এই জিনিসগুলি সামনে আরো হতে দেখবেন। এমনকি আপনি সামনে ভিন্ন সংস্করণে বিভিন্ন কোচ দেখতেও পারেন।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷