ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে নাচিয়ে এপ্রিলের সেরা মহারাজ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২২ ০১:৪১

বাংলাদেশকে একাই ধসিয়ে প্রোটিয়াদের সিরিজ জেতান কেশব মহারাজ। ফাইল ছবি বাংলাদেশকে একাই ধসিয়ে প্রোটিয়াদের সিরিজ জেতান কেশব মহারাজ। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ। গত মাসেই এই প্রোটিয়া স্পিনার দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে দিয়েছিলেন একাই ধসিয়ে। এবার সেটারই প্রাপ্য পুরষ্কার পেলেন মহারাজ। পেছনে ফেলেছেন সতীর্থ সায়মন হার্মার ও ওমানের যতীন্দার সিংকে। এক বিবৃতিতে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

আইপিএলের জন্য প্রোটিয়াদের প্রথম সারির অনেকেই ছিলেন না টেস্ট সিরিজের দলে। তাই স্বাগতিকদের চেয়ে অনেকটা ফেভারিট হয়েই মাঠে নেমেছিল মুমিনুলের বাংলাদেশ। তবে, মাঠের খেলায় এক কেশবই টাইগার ব্যাটারদের তুলেছেন নাভিশ্বাস। ডারবানে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলকে একাই ধসিয়ে দেন এই প্রোটিয়া স্পিনার। মাত্র ৩২ রানে মহারাজ ৭ উইকেট নিলে, বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৫৩ রান।

পোর্ট এলিজাবেথ টেস্টে কেশব মহারাজ করেন অলরাউন্ডিং পারফরম্যান্স। ব্যাট হাতে প্রথম ইনিংসে ৮৪ রানের পাশাপাশি ৫৭ রানে ২ উইকেট শিকার করেন। তবে, দ্বিতীয় ইনিংসে ফের ডারবান টেস্টের মতো হয়ে উঠেন বিধ্বংসী। এবারও ৪০ রান খরচে তুলে নেন ৭ উইকেট। আর তাতেই মাত্র ৮০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দুই টেস্টেই ম্যাচসেরা নির্বাচিত হওয়ায় পাশাপাশি, অনুমেয় ভাবেই ছিলেন সিরিজ সেরা খেলোয়াড়। এবার আইসিসি থেকেও পেলেন সেই স্বীকৃতি। 

এদিকে বাংলাদেশ বধের নায়ক যদি হন কেশব মহারাজ, তাহলে নিঃসন্দেহে পার্শ্বনায়কের ভূমিকায় ছিলেন আরেক প্রোটিয়া স্পিনার সায়মন হার্মার। দুই টেস্টের সিরিজে এই স্পিনার মূলত বাংলাদেশকে চাপে রেখেছেন সবচেয়ে বেশি। দুই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশী ব্যাটারদের একাই নাচান হার্মার। সবমিলিয়ে চার ইনিংসে ১৩ উইকেট শিকার করেন তিনি। মাস সেরা খেলোয়াড়ের নমিনেশন পেলেও, কেশবের অতিমানবীয় পারফর্মেন্সে ম্লান হয়েছে হার্মারের পারফর্মেন্স। 

অন্যদিকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এ ওমানের হয়ে উইলোবাজি করেছেন যতীন্দার সিং। স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনিকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের চার ম্যাচে দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে ২৫৯ রান করেছেন তিনি। পিএনজির বিপক্ষে খেলেছেন ১১৮ রানের অপরাজিত ইনিংস। আর তাতেই প্রথমবার মাস সেরা খেলোয়াড়ে নমিনেশন পান ওমানের এই তারকা ব্যাটার।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷