ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ হলেন প্রোটিয়া তারকা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২২ ২৩:০২

সাময়িক নিষিদ্ধ করা হয়েছে এই ব্যাটারকে। ফাইল ছবি সাময়িক নিষিদ্ধ করা হয়েছে এই ব্যাটারকে। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার জুবায়ের হামজা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বাংলাদেশ বিপক্ষে চলমান সিরিজেও থাকার করা ছিল এই প্রোটিয়া ব্যাটারের। তবে দল ঘোষণার আগ মূহুর্তে নাম সরিয়ে নেন তিনি। 

প্রাথমিকভাবে কিছু আন্দাজ করা না গেলেও, এবার প্রকাশ্যে এসেছে হামজার নাম প্রত্যাহারের কারণ। এক বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, গত ১৭ জানুয়ারি করানো আইসিসির এন্টি-ডোপিং পরীক্ষায় ২৬ বছর বয়সী জুবায়েরের রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্টে বলা হয়, এই ক্রিকেটারের শরীরে ফিউরোসেমাইড নামক নিষিদ্ধ দ্রব্য পাওয়া গেছে।

ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় জুবায়ের হামজাকে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি। এদিকে নিষিদ্ধ হওয়া এই ক্রিকেটার পাশে পাচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে (সিএসএ)। প্রোটিয়া বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এবং ওয়েস্টার্ন প্রভিন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন এই প্রক্রিয়ায় হামজার পাশে আছে এবং বিষয়টি শেষ না হওয়া পর্যন্ত তাকে সমর্থন করে যাবে।

 

-নট আউট/টিএ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷