ঢাকা | বৃহঃস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

অন্যের হারে খুশি হওয়ার মানসিকতা থেকে বেরুতে বললেন ওয়াসিম-গম্ভীর

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩ ১১:৪৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ পাকিস্তান হারলে ভারত খুশি, আবার ভারত হারলে বাংলাদেশ-পাকিস্তান উভয়িই খুশি। ক্রিকেট কেন্দ্রিক পরাজয়ে প্রকাশ্য উল্লাস যেন নিয়মিত চিত্র হয়ে উঠেছে। এই চিত্রকে অবশ্য নেতিবাচক মানসিকতার সাথে তুলনা করেছেন গৌতম গম্ভীর। অন্য প্লাটফর্মে এমন কথার পক্ষেই মত দিয়েছেন ওয়াসিম আকরাম। 

সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে ভারত হেরেছে ফাইনালে। এরপর বাংলাদেশ ও পাকিস্তানের কিছু মানুষজন উল্লাস করেছে ব্যাপকভাবে। যা নিতে পারছে না ভারতের সাধারণ মানুষ থেকে শুরু করে সংসদ সদস্যের কেউ কেউ। এসব বিষয় ধাবিত হচ্ছে রাজনীতির দিকে। তাই অন্যের হারে প্রকাশ্য ‍খুশি হওয়া থেকে বিরত থাকতে বলেছেন ওয়াসিম আকরাম। 

ভারতীয় এক সংবাদ মাধ্যমে এই ব্যাপারে ওয়াসিম বলেন, 'ভারত ও পাকিস্তানের লোকজন একে অপরের হারে যেভাবে উদযাপন করেছে তা দেখে একটা কথাই বলা যায়, "যার বিয়ে তার খবর নেই পাড়াপড়শির ঘুম নেই।"'

ওয়াসিম আরও বলেন, 'আপনার দেশের প্রতি আপনার টান আছে, আমার দেশের প্রতি আমার টান আছে। ব্যাপারটা এখানেই শেষ হওয়া দরকার। আমি কারো নাম নিব না, তবে দুই দেশেই এমন কিছু মানুষ আছেন যাদের আচরণ এসবকে উস্কে দেয়। দিনশেষে এটা স্রেফ খেলাই।'

ভারতের হারের পর উল্লাস নিয়ে গৌতম গম্ভীর বলেন, 'অন্যের হারে আনন্দিত হওয়ার চাইতে নিজেদের দলের জেতার দিকে মনোযোগী হোন। অন্যের হারে উদযাপনের কোন মানে নেই। পাকিস্তান হারলে ভারতের মানুষ খুশি হয়, ভারত হারলে পাকিস্তানের মানুষ খুশি হয়। এটা খুব নেতিবাচক মানসিকতা। এসব বদলাতে হবে, অন্তত খেলাধুলার ক্ষেত্রে তো বটেই।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।