ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করলেন মুজিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৩ ২৩:৩৭

ম্যাচসেরা হয়েছেন মুজিব। গেটি ইমেজ ম্যাচসেরা হয়েছেন মুজিব। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এর আগে কেবল একবারই জয় পেয়েছিল আফগানিস্তান। সেটাও ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। এর আগে কিংবা পরে কখনোই জয়ের স্বাদ পায়নি আফগানরা। ভারত বিশ্বকাপেও দুই হারে শুরু করেছিল আসর। কিন্তু তৃতীয় ম্যাচেই নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক জয়টি পেলো আফগানিস্তান।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে অন্যন্য পারফরম্যান্স উপহার দিয়ে জন্ম দিয়েছে অঘটনের। দিল্লিতে এদিন আগে ব্যাট করে ২৮৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। জবাবে মুজিব-রশিদ খানদের তোপে ২১৫ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ফলে, ৬৯ রানের জয়ে ইতিহাস রচনা করে আফগানরা।

ইংলিশদের হারানোর দিনে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে আফগান স্পিনার মুজিব উর রহমান। এরপরেই অন্যন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন এই আফগান তারকা। ম্যাচ সেরার পুরস্কারটিকে তিনি সম্প্রতি আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করছেন।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে মুজিব বলেছেন,‘এই ম্যাচ সেরার ট্রফি আফগানিস্তানের হেরাতে যারা ভূমিকম্পে আক্রান্ত হয়েছে তাদের জন্য আমি নিয়ে আসবো। এই পুরো জয়টিই তাদের জন্য।’

ইংল্যান্ডকে হারানোর দিনে ব্যাট হাতে গুরবাজ-অলিখিলরা উপহার দিয়েছেন দারুণ ইনিংস। তবে কাজের কাজটা করেছেন তিন আফগান স্পিনার মুজিব-উর-রহমান, মোহাম্মদ নাবী ও রশিদ খান। ইংলিশদের ৮ উইকেট তুলে নেন এই ত্রয়ী। বিশ্বকাপে এর আগে কোন দলের স্পিনারকেই এতো উইকেট দেয়নি ইংলিশরা।

মুজিব আরও বলেন, ‘এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলেরই একাতবদ্ধ থাকার ফসল। আমরা অনেক পরিশ্রম করেছি। আমরা বড় দলকে হারিয়েছি। ব্যাটে বলে আজ আমরা সেরা ফর্মে ছিলাম।’

পাওয়ারপ্লেতে আজ ইংলিশ ব্যাটারদের বেশ ছেপেই ধরেছিলেন মুজিব। নিজের বোলিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে মুজিব বলেছেন,‘পাওয়ারপ্লেতে বোলিং করাটা অনেক কঠিন। যেখানে আপনার মাত্র দুইজন ফিল্ডার বাইরে থাকতে পারে। নতুন বলে ধারাবাহিক ভালো বোলিং করে যাওয়াটাই আমার লক্ষ্য। আমি সবসময় চেষ্টা করি স্ট্যাম্প বরাবর বল করতে। আমরা জানতাম শিশির কিছুটা সুবিধা দিবে আমাদের। তাই আমি অধিনায়ককে বলেছিলাম আমাকে পাওয়ারপ্লেতে বল দিতে। ব্যাটিংয়ে আমার ২৮ রান করাটাও দলকে অনেক সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিয়েছিল।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।