ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৩ ০৯:২০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ  বল হাতে রীতিমত প্রতিপক্ষকে শাসন করছে ভারতীয় বোলাররা। নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে অলআউট করেছে মাত্র ৫৫ রানেই। ৩০২ রানেই বিশাল জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের জায়গা পাকা পোক্ত করেছে ভারত। তবে ভারতের বোলিং বিভাগের সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক তারকা হাসান রাজা। 

 

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা। 

পাকিস্তানের একটি টিভি চ্যানেলে তিনি বলেছেন, ‘ভারতীয় বোলারদের যে বল দেওয়া হচ্ছে সেটা পরীক্ষা করা উচিত। ওরা অনেক বেশি সুইং এবং সিম পাচ্ছে। শামি ও সিরাজ বল করছে অ্যালান ডোনাল্ড এবং মাখায়া এনটিনির মতো। মুম্বাইয়ে শামির বলের সুইং দেখে অবাক অ্যাঞ্জেলো ম্যাথিউসও। হয়তো আইসিসি ভারতকে সাহায্য করছে আর তা না হলে বিসিসিআই নিজেদের বোলারদের পাশে রয়েছে। তৃতীয় আম্পায়ারেরও ভ‚মিকা থাকতে পারে।’

তিনি আরও বলেন, ‘ভারত যখন ব্যাট করে তখন বল স্বাভাবিক আচরণ করে। কিন্তু বল করতে শুরু করলেই তা বদলে যায়। ডিআরএসের সব সিদ্ধান্তও ভারতের পক্ষে যাচ্ছে। জানি না এর নেপথ্যেও আইসিসি বা বিসিসিআইয়ের ভূমিকা রয়েছে কি না।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।