ঢাকা | মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ঘোর কাটেনি কামিন্সের, অজিদের নিয়ে নেই কোন উচ্ছ্বাস

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩ ১০:৫৭

বিশ্বকাপ জিতে দেশে ফিরলেন কামিন্স-হ্যাজেলউডরা। গেটি ইমেজ বিশ্বকাপ জিতে দেশে ফিরলেন কামিন্স-হ্যাজেলউডরা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ মিশন ‘হেক্সা’ কমপ্লিট করে দেশে ফিরেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। যদিও সিডনি বিমানবন্দরে নামার পর কামিন্সদের বরণ করে নিতে আলাদা কোন ব্যবস্থাই করেনি অজিরা। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রথম সারির স্পোর্টস নয় বলেই, বিশ্ব জয় ক্রিকেটারদের নিয়ে সেদেশে নেই কোন মাতামাতি। একপ্রকার নিরবেই তাই বিমানবন্দর ত্যাগ করেছেন অজি ক্রিকেটাররা।

উপমহাদেশে ক্রিকেটের দাপট বরাবরই বেশি। ঠিক এই বিশ্বকাপটাই রোহিতরা জিতলে রীতিমতো উৎসবের নগরীতে রুপ নিতো গোটা ভারত। রাগবি, ফুটবলের দাপটে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের উৎসবে তাই খানিকটা ভাটাই পড়েছে। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা না পেলেও, বিশ্ব জয়ের রেশ এখনও কাটেনি অজি অধিনায়ক প্যাট কামিন্সের। তাই নির্ধারণ করে ফেলেছেন পরবর্তী বিশ্বকাপের লক্ষ্য। 

বিশ্বকাপ নিয়ে অস্ট্রেলিয়ার খুব একটা মাতামাতি না হলেও দেশে ফেরা অজি অধিনায়ককে অবশ্য ছাড়েননি দেশটির সংবাদমাধ্যম। হাসিমুখে সাংবাদিকদের সব প্রশ্নেরই দিয়েছেন উত্তর। তিনি বলেছেন, ‘মনে হচ্ছে বেশ কিছুদিন ধরে হাসিমুখই দেখতে পাবেন। এখনও ঘোরের মধ্যে রয়েছি। আধঘণ্টা আগেই বিশ্বকাপ জিতে ওঠার অনুভূতি হচ্ছে। হয়তো আবার উত্তেজিত হয়ে পড়ব। চার বছর পর বিশ্বকাপে আসে। সেটা জেতা, তাও আবার ভারতের মতো জায়গায়। খুব কঠিন ছিল।’

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকলেও বসে থাকার সুযোগ নেই প্যাট কামিন্সদের। কেননা, আগামী মাসেই যে দেশের মাটিতে বাবরদের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে অজিদের। এই প্রসঙ্গে কামিন্স বলেছেন, ‘দেশের মাটিতে গরমে তো অনেক খেলা থাকে। আপাতত দু’সপ্তাহের বিশ্রাম নিয়েই নেমে পড়তে হবে। ওয়ানডে দল এবং টেস্ট দল প্রায় একই। আশা করি দু’সপ্তাহ পর আবার সবার সঙ্গে দেখা হবে।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।