ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তামিমের ‘অনুসারী’ ক্রিকেটারদের দিকে আঙুল সাকিবের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩ ১২:২৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করেছিল বিসিবি। এরপর হয়েছে নানামুখী আলোচনা। অনেকেই মনে করেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান চায়নি বলেই বাদ পড়েছেন তামিম। 

তামিম দীর্ঘ একটা সময় দলকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে সুপার লিগে সেরা স্থানে ছিল বাংলাদেশ দল। যার ফলে বিশ্বকাপ জয়ের বাড়তি একটা স্বপ্ন দেখেছিল সমর্থকরা। তবে ভারতের মাটিতে প্রশংসার কোন পারফর্ম করতে পারেনি দল। 

সবশেষ ম্যাচেও নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। এরপর সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক সাকিব। দীর্ঘ সময় পর সাকিব অনেকটা শান্ত ছিলেন সংবাদ সম্মেলনে। 

বাংলাদেশ দলের হারের পর আবারও সামনে আসে তামিম ইকবাল ইস্যু। সাংবাদিকদের একজন প্রশ্ন করেন দেশসেরা এ ওপেনার দলে না থাকায় তার অনুসারীদের প্রভাব কী দলের ওপর পড়েছে কি না। এমন প্রশ্নে সাকিব সম্মতি জানিয়েছেন। 

সাকিব বলেন,  ফেলতেই পারে। অস্বাভাবিক কিছু না। আসলে ব্যক্তির মনের ভেতর কী আছে, সেটা বলা মুশকিল। কিন্তু আপনি যেটা বলছেন, তার সঙ্গে দ্বিমত করি না। সেটি ফেলতেই পারে।

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।