ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মিরপুর ছেড়ে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩ ০৭:২০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ব্যাট হাতে ছন্দে নেই অধিনায়ক সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ম্যাচে আউট হয়েছিলেন মাত্র ১ রানে। এই ম্যাচের পর দেশে ফিরেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। দলের বিশ্রামের সময়ে মিরপুর ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। 

 

গত ২৫ অক্টোবর আচমকা দেশে ফিরেন সাকিব। ফিরেই ছোটবেলার গুরু নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে তিন ঘন্টার ব্যাটিং অনুশীলন করেন। এরপর দিনও একই কাজ করেন সাকিব। দুইদিনের অনুশীলন শেষে রাতেই দলের সাথে যোগ দিয়েছিন বাংলাদেশ অধিনায়ক। 

সাকিব এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৪ গড়ে করেছেন মাত্র ৫৬ রান। যেখানে এক ম্যাচেই করেছেন ৪০ রান।

এদিকে বল হাতে ৫.৫৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন সাকিব। দলের সেরা ক্রিকেটার ও অধিনায়ক রান না পাওয়ায় বাংলাদেশও চিন্তিত। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।