ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যাটসম্যানদের দায়িত্বশীল হতে বললেন সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩ ১০:১০

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা চার ম্যাচে হার। বিশ্বকাপ সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ বাংলাদেশ ক্রিকেট দলের। সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল হেরেছে ১৪৯ রানে। শতক করে হারের ব্যবধান কমিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। 

 

রিয়াদের ব্যাটিং ছাড়া বাকিদের নিয়ে বলার কিছু নেই। যখন দেখবেন বোলার নাসুম আহমেদ তৃতীয় সর্বোচ্চ রান করেছে তখন আপনিও কিছুই বলতে পারবেন না। প্রতি ম্যাচেই এমন অবস্থা থেকে বের হতে ব্যাটসম্যানদের দায়িত্বশীল হতে বললেন সাকিব। 

সাকিব বলেন, আমাদের ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে। জয় পেতে হলে সেরা পাঁচে যারা আছে তাদের বড় স্কোর গড়তে হবে।

চলতি বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হবে এমন প্রশ্নে সাকিব বলেন,এই মুহূর্তে মনে হচ্ছে ভারত, নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা এই তিন দলের শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।