ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-আফ্রিকা পরিসংখ্যান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩ ১১:১৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: হাতে সময় নেই খুব একটা। চলমান ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর। এবারের বিশ্বকাপে ভালোই ছন্দে রয়েছে আফ্রিকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে ২২৯ রানে। এদিকে চার ম্যাচে এক জয় নিয়ে বিপাকে বাংলাদেশ দল। 

আসন্ন এই ম্যাচের আগে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ৪ বার। যেখানে ২ টি করে জয় পেয়েছে উভয় দল। 

২০০৩ বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয় দুই দল। প্রায় দুই দশক আগে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছিল দলটি। পরের বিশ্বকাপে অবশ্য জয় পেয়েছিল বাংলাদেশ। জয়ের ব্যবধান ছিল ৬৭ রান। 

২০১১ বিশ্বকাপে ঘরের মাঠে ২০৬ রানে হেরেছিল বাংলাদেশ। সবশেষ ২০১৯ সালের বিশ্বকাপে বাংলাদেশের কাছে আফ্রিকা হেরেছিল ২১ রানে। 

বিশ্বকাপ বাদে ওয়ানডে পরিসংখ্যানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ২৪ ম্যাচের ১৮টিতে জিতেছে দলটি। অর্থাৎ বাংলাদেশে জয় ৬টিতে। মজার ব্যাপার এই ছয় জয়ে দুইবার সিরিজ জিতেছে বাংলাদেশ। 

ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানো সহজ ব্যাপার হবে না। তবে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারিয়ে সিরিজ জয় এখনও আত্মবিশ্বাস বাংলাদেশের জন্য। এই আত্মবিশ্বাসে জিততেও পারে লাল সবুজ প্রতিনিধিরা।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।