ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নেতৃত্বের চাপে শান্ত, রান পাচ্ছেন না ধারাবাহিকভাবে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩ ১২:০১

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: ৮, ৭, ০ বিশ্বকাপের সবশেষ তিন ইনিংসে নাজমুল হোসেন শান্তর রান৷ দলটির সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন তিনি৷ নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকলে প্রধান দায়িত্ব তার কাঁধেই৷ তবে কি নেতৃত্বের চাপেই ছন্দ হারালেন শান্ত৷

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে অর্ধশতক করেছিলেন শান্ত৷ আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে খেলেছিলেন ৫৯ রানের ইনিংস৷ এরপর বড় দলের বিপক্ষেই তিনি ছন্দহীন৷

বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচগুলো অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মত দলের সাথে়৷ এসব ম্যাচে শান্তর রান করা ভীষণ প্রয়োজন৷ শান্ত নিজেও জানেন সেটি৷

শান্ত বলেন, আমি যে পজিশনে ব্যাট করি, অবশ্যই তা গুরুত্বপূর্ণ। তিন নম্বর পজিশনই এমন। তবে চলে গেছে যা, দু-তিনটি ম্যাচ তো চলেই গেছে। সামনের ম্যাচে মনোযোগ দেওয়াই গুরুত্বপূর্ণ।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।