ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

সুজনের বিশ্বাস কামব্যাক করবে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৩ ১০:৩৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ শুরুর তিন ম্যাচে বাংলাদেশের জয় কেবল একটি। এই জায়গা থেকে কি বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে। এমন প্রশ্ন দর্শকদের করলে সহজ উত্তর আসবে না। কেউ আবার বলতেও পারেও আপনি কি পাগল। তবে বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন মনে করেন কামব্যাক করবে বাংলাদেশ। 

সুজন বলেন, এখনও আমরা বিশ্বাস করি এই জায়গা থেকে কামব্যাক করতে পারব। টপ অর্ডারের ঘুরে দাঁড়ানো দরকার। আমাদের সামর্থ্য আছে, দেখা যাক।

নতুন বলে উইকেট নিতে পারছেন না তাসকিন। খানিকটা বিপাকে পড়েছে ফাস্ট ইউনিট। তবে মুস্তাফিজ ও শরিফুল কিছুটা লড়াই করার কারণেই পাওয়ার প্লেতে রান আটকানো সম্ভব হচ্ছে। তবে হতাশ করছে ব্যাটিং ইউনিট। বিশেষ করে টপ অর্ডার। এই অবস্থায় নাখোশ সুজন। 

টপ অর্ডার নিয়ে সুজন বলেন, নতুন বলে ফাস্ট বোলিং ভালো হচ্ছে। তবে টপ অর্ডারের ব্যাটিং ভালো হচ্ছে না। এই উইকেটে ২৪০ করে ম্যাচ জিততে পারবেন না। আমাদের ২৮৫ বা তিনশোর কাছাকাছি যেতে হতো, তখন ডিফারেন্ট বল গেম হতে পারত।আমরা ব্যর্থ হয়েছি। টপ অর্ডার ব্যর্থ হয়েছে, এটা একটা বড় ব্যাপার। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।