ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ছয় ম্যাচের ছয়টাতেই জিততে পারি: মোস্তাফিজ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩ ১১:৩১

মোস্তাফিজুর রহমান। ফাইল ছবি মোস্তাফিজুর রহমান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু এরপরের গল্পটা যেন শুধুই ব্যর্থতার। ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের বিপক্ষে নূন্যতম প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ। ধর্মশালা থেকে চেন্নাই হারটাও এসেছে তাই বড় ব্যবধানে। ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের ব্যর্থতার গল্পটা ফুটে উঠছে আরও স্পষ্টভাবেই। 

প্রথম তিন ম্যাচ খেলে বাংলাদেশ হেরেছে দুই ম্যাচে। যদিও সেমিফাইনাল খেলার স্বপ্ন এখানেই শেষ হচ্ছে না বাংলাদেশের। বিশ্বকাপে নয় ম্যাচের এখনও ছয় ম্যাচ বাকি টাইগারদের। সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে অন্তত আরও চারটি ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। কাজটা যদিও অনেকটাই কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। তবে, টাইগার পেসার মোস্তাফিজুর রহমান মনে করেন ছয় ম্যাচের ছয়টিতেই জয় সম্ভব।

চেন্নাইয়ে নিউজিল্যান্ডের কাছে বড় হারের পর মোস্তাফিজের কাছে জানতে চাওয়া হয়েছিল টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয় কেমন করবে বাংলাদেশ? জবাবে বেশ ইতিবাচক মনোভাবই দেখিয়েছেন এই পেসার। মোস্তাফিজ বলেছেন, ‘অসম্ভব কিছু নয়। আমরা তো ছয়টার মধ্যে ছয়টাই জিততে পারি।’

দুই ম্যাচে টানা দুই হার, সেগুলাও এসেছে বেশ বড় ব্যবধানে। স্বাভাবিকভাবেই দলের পরিবেশটা খুব একটা ভালো নেই। বাংলাদেশ দলের আবহ কেমন, জানতে চাওয়া হলে মোস্তাফিজ আরও বলেছেন, ‘বেশি আফসোস করলে হবে না। হাতে এখনো ছয়টা ম্যাচ আছে। আমরা ভালো করার সুযোগ খুঁজছি, কী করলে আমরা ভালো করতে পারব। সবাই মিলে কথা বলছিলাম, কী করলে ভালো করতে পারি।’

নিউজিল্যান্ডের কাছে হারের দায়টা অনেকটাই বাংলাদেশের ব্যাটারদের উপরই বর্তায়। যদিও বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত, কিন্তু সেই ছন্দ পুরো ম্যাচে ধরে রাখতে ব্যর্থ হয়েছে টাইগার বোলাররা। নিউজিল্যান্ডের কাছে হারের দায়টা ব্যাটারদের সরাসরি না দিলেও, মোস্তাফিজ অবশ্য ব্যাটারদের যেন শূলেই চড়িয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা পেসাররা শুরুতে ভালো করেছিলাম। যদি আরও ৩০ রান বেশি হতো, তাহলে মনে হয় আরও বেশি চান্স থাকত। ওরা আরও বেশি ঝুঁকি নিয়ে খেলত। অন্তত ২৮০ হলে ভালো হতো।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।