ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওপেনিং নিয়ে চিন্তা করতে শান্তর বারণ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩ ২১:৪৫

নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই ওপেনিং জুটি খুব একটা স্থায়ী হয়নি বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওপেনিং জুটির স্থায়িত্বই ছিল মোটে ১৯ রান। অন্য দিকে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওপেনিং জুটি টিকে মাত্র ১৪ রান পর্যন্ত। অবশ্য এই সমস্যাটা বাংলাদেশ ক্রিকেটের যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

আফগানিস্তানের পর ইংল্যান্ড দুই ম্যাচেই ওপেনিংয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন তানজিদ হাসান তামিম। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে খুব একটা সুবিধা করতে না পারলেও ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক হাফ সেঞ্চুরি করেছেন আরেক ওপেনার লিটন দাস। তামিম ইকবাল বিশ্বকাপ দলের সঙ্গী না হওয়ায় ব্যাকআপ ওপেনার ছাড়াই বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। 

আগামীকাল (শুক্রবার) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেও বাংলাদেশের অস্বস্তির জায়গাটা তাই ওপেনিং নিয়েই। যদিও ওপেনিং নিয়ে চিন্তা করতেই বারণ করেছেন টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্ত। আজ (বৃহস্পতিবার) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ইনফর্ম এই ব্যাটার বলেছেন, ‘আমার মনে হয়, ওপেনিং নিয়ে আমরা চিন্তাই না করি। চিন্তাই বাদ দিয়ে দিই। আমার কাছে মনে হয় যারাই টপ অর্ডারে ব্যাটিং করছে, তারা খুব ভালো প্রস্তুতি নিয়েই (বিশ্বকাপ) খেলতে এসেছে।’

কয়েকটা ভালো ইনিংস উপহার দিতে পারলেই ছন্দে ফিরবে বাংলাদেশের টপ অর্ডার, এমনটাই মত শান্তর। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, ১-২টা ভালো ইনিংস (খেললে), ওই ব্যাটারেরও আত্মবিশ্বাস আসবে। আমার মনে হয় না কেউই স্বস্তিতে আছে বা দলের জন্য চেষ্টা করছে না। সবাই চেষ্টা করছি। আশা করি সামনের ম্যাচ থেকে টপ অর্ডার থেকে ভালো স্কোর আসবে।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।