ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাকিবকে নিয়ে লঙ্কা বধের ছক আঁকছে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪ ২০:০৮

সাকিব আল হাসান। ফাইল ছবি সাকিব আল হাসান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ লাল বলে সাকিব আল হাসান সবশেষ ম্যাচটা খেলেছিলেন গত বছরের এপ্রিলে। এরপর গত এক বছর ধরেই লাল বলটা হাতে নেননি তিনি। তবে, শ্রীলঙ্কার বিপক্ষে দল যখন খাদের কিনারায় তখনই নিয়েছেন টেস্টে ফেরার সিদ্ধান্ত। সব ঠিক থাকলে আগামীকাল (শনিবার) চট্টগ্রামে সিরিজে সমতা ফেরাতে সাকিব নামবেন মাঠে।

বাংলাদেশের জার্সিতে সাকিবের ফেরাটা নিঃসন্দেহে স্বস্তির খবরই। তেমনি সাকিব ফেরায় দলও মানসিকভাবেই উজ্জীবিত হয়েই মাঠে নামবে বাংলাদেশ। হেড চান্ডিকা হাথুরুসিংহের অবর্তমানে এই ম্যাচে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে থাকবেন সহকারী কোচ নিক পোথাস৷ সাকিবকে দলে পেয়ে সন্তুষ্ট তিনিও।

সাকিব যোগ দেওয়ায় একটা ইতিবাচক প্রভাব পড়েছে দলে, ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন পোথাস। তিনি বলেন, ‘সাকিবকে স্কোয়াডে পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। তাকে ড্রেসিংরুমে ফিরে পেয়ে খুবই ভালো লাগছে। সাকিব তার অভিজ্ঞতা দলকে নিংড়ে দেয়। ছেলেরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। তাই তাকে ফিরে পেয়ে আমরা খুবই খুশি।’

জাতীয় দলে না থাকলেও খেলার মধ্যেই ছিলেন সাকিব। বিপিএলে ব্যস্ত সময় কাটানোর পর, খেলেছেন ডিপিএলে। মোটামুটি তাই ভালো একটা প্রস্তুতি নিয়েই নামছেন তিনি। ফিটনেসেও এনেছেন দারুণ উন্নতি। এসব চোখ এড়ায়নি পোথাসের। তিনি বলেন, ‘সাকিবকে দেখে মনে হচ্ছে ওজন কমিয়েছে। বিপিএলে ভালো খেলেছে, ডিপিএলে দারুণ শুরু করেছে। সে হাসিখুশি আছে এবং এমন সাকিবকেই আপনি দেখতে চাইবেন।’

প্রায় এক বছর টেস্ট খেলতে নামছেন সাকিব। স্বাভাবিকভাবে মানিয়ে নিতে খানিকটা কষ্ট হওয়ার কথা বিশ্বসেরা অলরাউন্ডারের। তবে, নিক পোথাস এমনটা মানতে নারাজ। তার ভাষ্যমতে, সাকিব সহজে মানিয়ে নিতে পারে বলেই সেই বিশ্বসেরা। তিনি আরও বলেছেন, ‘এত বছর ধরে সে একজন পেশাদার ক্রিকেটার। সে জানে সে কী করেছে এবং কী করেনি। সে কন্ডিশনে মানিয়ে নেবে। এ কারণেই সে ওয়ার্ল্ড-ক্লাস ক্রিকেটার।’

 

-নট আউট/টিএ 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।