ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জেতা উচিত: সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪ ১০:৫১

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্কঃ বাংলাদেশের জার্সিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সবশেষ খেলেছিলেন ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে। এরপর চোটের কারণে দীর্ঘদিন ধরেই ছিলেন মাঠের বাইরে। চোখের সমস্যার কারণে চলমান শ্রীলঙ্কা সিরিজেও খেলা হয়নি তার। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিস করা সাকিব স্বাভাবিকভাবেই নেই টেস্ট সিরিজের দলে।

এদিকে সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশের ভরাডুবির পর, ফের জাতীয় দলে ফেরার কথা জানান সাকিব। তাতেই চট্টগ্রাম টেস্টের জন্য সাকিবকে রেখেই দল ঘোষণা করেছে বাংলাদেশ। সব ঠিক থাকলে লাল বলের ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার ফিরতে যাচ্ছেন প্রায় এক বছর পর। 

দলে ফিরেই সাকিব জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জেতা উচিত বাংলাদেশের। যদিও টেস্ট ফরম্যাট বাংলাদেশের জন্য কঠিন। তবে, জয়ের ব্যাপারে আত্নবিশ্বাসী সাকিব। গতকাল (বৃহস্পতিবার) রূপায়ন সিটির একটি অনুষ্ঠানে সাকিব বলেছেন, ‘সব সময় আশা করি আমরা জিতব। তবে টেস্ট ক্রিকেটে সব সময় আমরা সংগ্রাম করেছি। ফরম্যাটটা আমাদের জন্য কঠিন। আমি বিশ্বাস করি শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের ভালো করা উচিত এবং টেস্ট জেতা উচিত।’

লম্বা বিরতি দিয়েই সাকিব ফিরছেন লাল-সবুজ জার্সিতে। এর মাঝে খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ও চলমান ঢাকা প্রিমিয়ার লিগে। দলে ফেরা সাকিব অবশ্য জানিয়েছেন, ব্যক্তিগত কোন লক্ষ্য নেই তার। দীর্ঘ এই ক্রিকেট ক্যারিয়ারে কখনও ব্যক্তিগত অর্জন নিয়েও ভাবেননি তিনি। সাকিব আরও বলেছেন, ‘ব্যক্তিগত কোন লক্ষ্য নেই। যদদিন ক্রিকেট খেলেছি কখনও ব্যক্তিগত অর্জন নিয়ে চিন্তা করিনি। সব সময় দলের জন্য কীভাবে অবদান রাখা যায় সেটাই ভেবেছি। দেশের হয়ে পারফর্ম করা, প্রতিনিধিত্ব করা গর্বের। টেস্টে ফিরতে পেরে আমি আনন্দিত।’ 

 

-নট আউট/টিএ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।