ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যে কারণে শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১০:১৯

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ভারত বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাস খানেকেরও বেশি সময় ধরেই সেই অবস্থার হয়েছে আরও অবনতি। চোখের ডাক্তার দেখাতে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে ও মাঝে সাকিবকে ছুটতে হয়েছে ভারত-ইংল্যান্ড এমনকি সিঙ্গাপুরও। চোখের এই সমস্যার কারণে বিপিএলের শুরুর দিকে রংপুর রাইডার্সের হয়ে খেলা সাকিব ব্যাট হাতে রীতিমতো করেছেন সংগ্রাম। 

সাকিবের চোখের এই সমস্যা অবশ্য এখন খানিকটা ভালোর দিকেই রয়েছে। বিপিএলের শেষ দিকে এসে আসতে শুরু করে ব্যাটে রান। এমনকি চলতি বিপিএলে দ্রুততম ফিফটিটাও এসেছে সাকিব ব্যাট থেকেই। এরপরও শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার। চোখের সমস্যার কারণে ছেড়েছেন টাইগার তিন ফরম্যাটের নেতৃত্বই। 

আসন্ন শ্রীলঙ্কা সিরিজ সাকিব কেন নেই, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। বুধবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে সাবেক টাইগার তারকা বলেছেন, ‘সাকিবের ব্যাপারটা হচ্ছে অবশ্যই তার ইনজুরি। ছুটি চাওয়ার ব্যাপারটা হচ্ছে... ইনজুরির কারণে ও সময় নিচ্ছে। ও ভালো ট্রিটমেন্ট করবে সম্ভবত।’ 

চোখের সমস্যার কারণে শ্রীলঙ্কা সিরিজে সাকিবকে পাওয়া না গেলেও, সাকিব খেলে যাচ্ছেন বিপিএল। এই প্রসঙ্গে রাজ্জাক বলেছেন, ‘এটা মেডিকেল টিমের ব্যাপার। ওর যে অসুস্থতা, মেডিকেল টিমই ভালো সিদ্ধান্ত নেবে। আমাদের কাছে রিপোর্ট যা আসবে তার ওপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত নেব।’ 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।