ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কেন্দ্রীয় চুক্তিতে নেই তামিম, তিন ফরম্যাটে সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৩

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। প্রকাশিত তালিকায় জায়গা পেয়েছেন সর্বমোট ২১ জন ক্রিকেটার। আজ (সোমবার) বিসিবির বোর্ড সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে।

কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব। এদিকে গত বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ও পেসার ইবাদত হোসেন।এছাড়া বেড়েছে তিন ফরম্যাটে চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যাও। গত বছর তিন ফরম্যাটের চুক্তিতে ছিলেন শুধুমাত্র তিন ক্রিকেটার। এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে।

কাঁধের চোটের কারণে টেস্ট থেকে সাময়িক বিশ্রাম নেওয়ায় টেস্টের চুক্তি থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। অন্যদিকে ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিয়ে আরেক পেসার শরিফুল ইসলাম জায়গা পেয়েছেন তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে। এছাড়া তিন ফরম্যাটের চুক্তিতে রয়েছেন সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত।

ওপেনার তামিম ইকবাল নিজেকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে বিসিবিকে অনুরোধ করায় তাকে তালিকায় রাখেনি ক্রিকেট বোর্ড। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদের টি-টোয়েন্টির চুক্তিতে ফেরার গুঞ্জন থাকলেও শুধুমাত্র ওয়ানডেতে রাখা হয়েছে তাকে। এছাড়া কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়।

 

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের তালিকা:

 

জায়গা পেয়েছেন ২১ ক্রিকেটার।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।