ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারত ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৪ ১২:১৬

মাঠে নামছে বাংলাদেশ। ফাইল ছবি মাঠে নামছে বাংলাদেশ। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ শুক্রবার পর্দা উঠেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। প্রথম দিনেই মাঠে গড়িয়েছে দুই ম্যাচ। দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত এই যুব বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ (শনিবার)। নিজেদের প্রথম ম্যাচেই যুবা টাইগাররা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শক্তিশালী ভারতকে। ব্লোয়েমফনটেইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুুপুর ২ টায়।

২০২০ যুব বিশ্বকাপে এই দক্ষিণ আফ্রিকার মাটিতেই ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল জুনিয়র টাইগাররা। সেই সুখস্মৃতি নিয়েই ব্লোয়েমফনটেইনে নামছে যুবারা। সাম্প্রতিক সময়েও বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই ছড়াচ্ছে আলাদা এক উত্তাপ। আরব আমিরাতে সর্বশেষ দেখায়ও ভারতকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল টাইগার যুবারা।

দু'দলের সবশেষ ৫ দেখায়ও ছেড়ে কথা বলেছি জুনিয়র টাইগাররা। সবশেষ পাঁচ দেখায় ভারতের তিন জয়ের বিপরীতে বাংলাদেশ পেয়েছে দুই জয়। ভারতের বিপক্ষে মাঠ নামার একদিন আগেই প্রস্তুতি ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ যুব দল। সেই মোমেন্টাম কাজে লাগিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামছে রাব্বির দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।

স্ট্যান্ডবাই: নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ, একান্ত শেখ।

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।