ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাকিবের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবে বিসিবি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩ ১০:১০

সাকিব আল হাসান। ছবি সংগৃহীত সাকিব আল হাসান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বড় একটা অংশ অধিনায়ক হিসেবে চাইছেন নাজমুল হোসেন শান্তকেই। তবে বিসিবি সাকিবের সাথে আলোচনা করতে চায় নেতৃত্ব বিষয় নিয়ে। বিসিবির ভাষ্যতে, এখনও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। শান্তকে অধিনায়ক করা হয়েছে শুধু নিউজিল্যান্ড সিরিজের জন্যই। সেটা তাকে স্পষ্টভাবে জানানোও হয়েছে। 

বিশ্বকাপের শেষ ম্যাচে চোটে পড়েছিলেন সাকিব। এরপর দলকে নেতৃত্ব দিয়েছিলেন শান্ত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ও নিউজিল্যান্ড সফরের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে শান্তকে নেতা করেছে বিসিবি। শান্ত দিয়েছেন আস্থার প্রতিদান। টেস্টের পর জিতেছে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। তার নেতৃত্ব মুগ্ধ করেছে সাবেক অধিনায়ক রকিবুল ইসলাম থেকে শুরু করে মাশরাফি বিন মর্তুজাকে। শান্তকে দীর্ঘ মেয়াদে অধিনায়ক করার বিষয়ে একমত ক্রিকেট পাড়ার একাংশ। তবে বিসিবি আগে আলোচনা করতে চায় সাকিবের সাথে। 

ক্রিকেট অপারেশন্স কমিটির এই চেয়ারম্যান বলেন, ‘শান্তকে আমরা আগামী (চলতি) সিরিজ পর্যন্ত (অধিনায়কত্ব) দিয়েছি। এখন সাকিব অধিনায়কত্ব করবে কি করবে না বা শান্তকে আমরা দিব কিনা এই সিদ্ধান্তগুলো আসবে ক্রিকেট বোর্ড থেকে। সাকিব অধিনায়কত্ব করে যাচ্ছিলো বলে বলেছি সাকিব এখনও আমাদের অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এটা কোনো সমস্যা না।’

নতুন অধিনায়কের কথা ভাবার আগে সাকিবের সঙ্গে আলাপ করে নিতে চায় বিসিবি। এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘সাকিবের সঙ্গে আলোচনার পরই সকল সিদ্ধান্ত নেয়া হবে। জালাল আরো বলেন, 'অবশ্যই, তার সঙ্গে আমরা আলাপ আলোচনা করব, সাকিবের পরিকল্পনা জানবো। সেটা জানার পরই বুঝতে পারবো আগামীতে কে দীর্ঘ মেয়াদে অধিনায়কত্ব করবে।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।