ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

জয়ের সুবাস ছড়িয়ে লাঞ্চে নিউজিল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩ ১১:৪৫

গুটিয়ে গেছে বাংলাদেশ। গেটি ইমেজ গুটিয়ে গেছে বাংলাদেশ। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ দুই টেস্ট সিরিজের শেষ টেস্টে নিউজিল্যান্ডকে ১৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ঢাকা টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম সেশনও শেষ করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে জাকির হাসানের ফিফটির সুবাদে কোনো মতে ১৪৪ রান তুলতে পেরেছে বাংলাদেশ। জবাবে ৪ রান তুলে লাঞ্চে কিউইরা। 

২ উইকেটে ৩৮ রান নিয়ে চর্তুথ দিনের খেলা শুরু করা বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার জাকির হাসান। দিনের শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন এই ওপেনার। কিন্তু অন্য প্রান্তে ছিল বাকি ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। জাকিরকে এদিন সঙ্গ দিতে পারেননি অভিজ্ঞ মুমিনুল হক কিংবা মুশফিকুর রহিমের মতো ব্যাটাররা।

ঢাল হয়ে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন মিরাজ-সোহানরাও। তাতেই বোর্ডে একশ তোলার আগেই বাংলাদেশ হারায় ৭ উইকেট। একপ্রান্ত আগলে রাখা জাকির তুলে নেন হাফ সেঞ্চুরি। শেষ দিকে তাইজুল ইসলামের অপরাজিত ১৪ রান বাংলাদেশের স্কোরবোর্ডে রান বাড়াতে করেছে খানিকটা সাহায্য। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ১৪৪ রানে। ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রান করেন জাকির হাসান। নিউজিল্যান্ডের পক্ষে একাই ৬ উইকেট শিকার করেছেন স্পিনার অ্যাজাজ প্যাটেল। মিচেল স্যান্টনার নেন ৩ উইকেট। 

১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লাঞ্চের আগে কোন উইকেট হারায়নি নিউজিল্যান্ডে। বিনা উইকেটে ৪ রান তুলেই লাঞ্চে যায় কিউইরা। জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ১৩৩ রান। অন্যদিকে জিততে হলে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে বাংলাদেশকে।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।