ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নতুন নেতা, আপনাকে শুভকামনা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩ ১২:১৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিশ্বকাপ ব্যর্থতা শেষে আগামীকাল মাঠের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে সিলেটে। সাকিব আল হাসানের ইনজুরি ও নির্বাচন ব্যস্ততায় দলকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন ঠিক সেখানেই শুরু করতে যাচ্ছেন শান্ত। শুধু বদলেছে পোষাকের রং। 

 

ওয়ানডে ক্রিকেটে সাকিব নেতৃত্ব ছাড়বেন। গুঞ্জন রয়েছে শান্তই হবেন ওয়ানডে অধিনায়ক। সাকিবের ব্যস্ততায় টেস্ট দলটাও যে তিনিই সামলাবেন তা তো স্পষ্ট। 

লম্বা সময় ধরেই জাতীয় দলের হয়ে খেলছেন শান্ত। ভালো খেললে আকাশচুম্বী প্রশংসা আর খারাপ খেললে লর্ড উপাধি। এসবের সাথে অভ্যস্ত বাংলাদেশ নয়া অধিনায়ক। যতটা খারাপ সময় তিনি দেখেছেন, নতুন দায়িত্বে ব্যর্থ হলেও হয়তো এতটা খারাপ সময় আর আসবে না। আসলেও তিনি সেটি সামাল দিতে পারবেন। 

নিউজিল্যান্ডের বিপক্ষে নয়া অধিনায়কের হাত ধরে জয়ে ফিরুক বাংলাদেশ। কেননা এই সময়ে একটা জয় ভীষণ প্রয়োজন। বাংলাদেশ দলের জন্য শুভকামনা, শুভকামনা অধিনায়কের প্রতি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।