ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ভারতের লক্ষ্য পরিস্থিতি বদলানো, বাংলাদেশের প্রয়োজন তিন বিভাগে লেটার মার্ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২ ২১:৪৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ  ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ে ফুরফুরে মেজাজে লিটন বাহিনী। অবিশ্বাস্য জয়ের আনন্দে ভেসেছে পুরো বাংলাদেশ। শেষ উইকেটে যে সাহসিকতা দেখিয়েছেন মিরাজ-মুস্তাফিজ তা জানান দিয়েছে লড়াকু বাংলাদেশের। তবে সাফল্যের মধ্যেই লুকিয়ে আছে মিডল অর্ডার ব্যাটারদের চরম ব্যর্থতা। টানা ১০০ বলে যেমন আসেনি কোন বাউন্ডারি,তেমনি ৮ রানে হারাতে হয়েছিল ৫ উইকেট। ভারতের পরিস্থিতি বদলানোর দিনে মুশফিক-রিয়াদদের খুব ছোট ভুলও হতে পারে পুরো দেশের জন্য হতাশার।

ভারত যেমন লড়াইয়ে ফিরতে মরিয়া, তেমনি বাংলাদেশকেও সমর্থকদের প্রত্যাশা মেটানোর পাশাপাশি ট্রফি ঘরে রাখতে পেতে হবে তিন বিভাগেই লেটার মার্ক। ফলে বলা চলে দুই দলই সমান চাপে থাকবে দ্বিতীয় ম্যাচে। যদিও এই ম্যাচে হারে বাংলাদেশ, তবুও শেষ সুযোগ থাকবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তবে সিরিজ নির্ধারণ মিরপুরের বাইরে গেলেই জয়ের সম্ভাবনা কমবে অনেকখানি।


হোম কন্ডিশনের সুবিধা থাকলেও ভারতের ঘুঁরে দাঁড়ানোর আত্মবিশ্বাস হতে পারে স্বাগতিকদের জন্য তীক্ত অভিজ্ঞতা। কেননা প্রতিপক্ষ যখন ভারত তখন যৎসামান্য সুযোগে তারা সবসময় দূর্বার।

ভারত এখন পর্যন্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮বার প্রথম ম্যাচে হারলেও সিরিজ জিতেছে দাপটের সাথে। শেষ চার বছরের অস্ট্রেলিয়ার সঙ্গে দুইবার, উইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন কীর্তি গড়েছে একবার করে। ফলে ঘুরে দাঁড়াতে কিভাবে হয় তা ভালোই জানে দলটি।


প্রথম ম্যাচ হারের পর ভারতীয় দলপতি জানিয়েছেন, “আমি জানি না, কয়েকটি অনুশীলন সেশনে কতটা উন্নতি করা যাবে। তবে সবার মধ্যে (ঘুরে দাঁড়ানোর) প্রবৃত্তিটা রয়েছে। এখন শুধু চাপ সামাল দেওয়ার বিষয়। আমি নিশ্চিত ছেলেরা শিখবে এবং আমরা সামনের ম্যাচের দিকে তাকিয়ে। আশা করি আমরা পরিস্থিতি বদলে দিতে পারব। এই কন্ডিশনে ঠিক কী করতে হবে, তা আমাদের জানা আছে।”


অবশ্য ভারতের ঘুরে দাঁড়ানোর গল্প দূর্দান্ত হলেও বাংলাদেশের আত্মবিশ্বাস আরও প্রবল। কেননা এখন পর্যন্ত ৩ ম্যাচের সিরিজ ৩৮ বার হারলেও প্রথম ম্যাচ জয়ের পর সিরিজ হেরেছে মোটে দুইবার। এছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচে ১-১ সমতা হলেও শেষ ম্যাচের বিজয়ে সিরিজও জিতেছিল বাংলাদেশ। সব মিলে এখন পজিটিভ ভাবনা ও মানসিকভাবে শক্ত থাকা জরুরী।


পজিটিভ ভাবনা যখন প্রয়োজন তখন অবশ্য তেমনটিই জানিয়েছেন পেসার এবাদত হোসেন। গতকাল বলেছেন, “আমরা ১-০তে এগিয়ে আছি মানে এই নয় যে সিরিজ জিতে গেছি। আগামীকাল (মঙ্গলবার) আমাদের অনুশীলন রয়েছে।এরপর খেলব পরের ম্যাচ। সবাই মানসিকভাবে চাঙা আছে যে, আমরা এরকম একটা ম্যাচ জিততে পেরেছি ভারতের সাথে। পরের ম্যাচে আমরা সবাই মিলে ভালো খেলার চেষ্টা করব।”

 


ফুটবল উন্মাদনায় আকৃষ্ট মানুষগুলো ম্যাচ শুরুর অনেক আগেই পাড়ি জমিয়েছিল হোম অফ ক্রিকেটে। শেষ পর্যন্ত চওড়া হাসি নিয়েই বের হতে পেরেছিল মাঠ থেকে। দ্বিতীয় ম্যাচে এমন দৃশ্য আরেকবার দেখা গেলেই বুঝে নিবেন বিজয়ের মাঝে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২১ বার জেতা হলো বাংলাদেশ। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।