ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এক জয়ে থামতে চান না এবাদত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২ ০৫:০৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের মহানায়ক মেহেদি হাসান মিরাজ। তবে নিজেদের বোলিং বিভাগে আলো ছড়িয়েছেন এবাদত হোসেন। প্রতিপক্ষের চার উইকেট শিকার করেছেন দাপটের সাথে। প্রথম জয় উৎযাপন করলেও এক জয়ে সীমাবদ্ধ থাকতে চাননা বলে জানিয়েছেন এই পেসার। 

 

এবাদত বলেন, 'এমন একটা জয় আমাদের দরকার ছিল। আমরা ওয়ানডেতে খুব ভালো দল। তবু ভারতের বিপক্ষে এই জয়টা আমরা খুব ভালোভাবে উদযাপন করেছি। হয়তো এখন ১-০ ব্যবধানে এগিয়ে আছি, এর মানে এই নয় যে সিরিজ জিতে গিয়েছি।'

 

'কাল আমাদের একটা অনুশীলন সেশন আছে। পরের দিন ম্যাচ আছে। সবাই এখন আত্মবিশ্বাসী। পরের ম্যাচটাও সবাই মিলে ভালো খেলার চেষ্টা করব।'

 

১৩৬ রানের মধ্যেই ৯ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে মিরাজের ৩৯ বলে ৩৮ রানের ইনিংসে এক উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। মুস্তাফিজ অপরাজিত থাকেন ১০ রানে। এমন জয়ের পরদিন অনুশীলনও করেনি বাংলাদেশ। তবে স্রোতের জোয়ারে গা ভাসায়নি তারা।

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।