ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বিতর্কিত পোস্টে এক মাসের নিষেধাজ্ঞা পেলেন রানা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২ ০৮:১২

মেহেদি হাসান রানা৷ ছবি সংগৃহীত মেহেদি হাসান রানা৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বাংলাদেশ এ দলে ডাক না পাওয়া নিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছিলেন ফাস্ট বোলার মেহেদি হাসান রানা৷ সেই পোস্টে নাম প্রকাশ না করে একজন বিসিবির নির্বাচককে নিয়ে অভিযোগ তুলেছিলেন তিনি৷ 

 

রানার এমন কাজকে হালকাভাবে নেননি দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ ফেসবুকে দল নির্বাচন ইস্যুতে স্ট্যাটাস দিয়ে ১ মাসের জন্য এই পেসারকে নিষেধাজ্ঞা দিয়েছে (বিসিবি)। সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷ 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের নির্বাচক প্যানেলের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করায় মেহেদি রানাকে এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এরপর তিনি বিসিবি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন এবং নিজের দোষ স্বীকার করে নেন। যেহেতু তিনি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন, সেহেতু তাকে এক মাসের নিষেধজ্ঞার শাস্তি দেওয়া হয়েছে। আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) তিনি খেলতে পারবেন।'

রানা তার ওই ফেসবুক পোস্টে লিখেছিলেন, 'কিছুদিন আগের কথা; আমি ক্রিকেট বোর্ডের একজন নির্বাচককে ফোন করেছিলাম অন্য কিছু জানার জন্য। উনি আমাকে ফোন করে বললেন, বাংলাদেশ ‘এ’ দলে যোগ দিতে। আগামীকাল থেকে অনুশীলন শুরু হবে। তার পরদিন দেখলাম যে প্র্যাকটিস শুরু হয়ে গেল, কিন্তু আমি নাই! আমি তো ওনাকে ফোন দিতেই পারি। ওনাকে ফোন করলাম। কমপক্ষে ১০ থেকে ১২ বার ফোন করেছি, ধরে নাই। তারপর আমি মেসেজ দিলাম। মেসেজ সিন করে রিপ্লাই দেয়নি।....আসলেই যোগ্য মানুষগুলো যদি যোগ্য জায়গায় না থাকে, তাহলে ক্রিকেট কোনো দিন উন্নতি করবে না

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।