ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মুশফিক-রিয়াদ হয়ে যায়নি আফিফ-সোহানরা

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ০৭:০৩

আফিফ হোসেন। ফাইল ছবি আফিফ হোসেন। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ সিনিয়র ক্রিকেটারদের মাঝে শুধু সাকিব আল হাসানই টিকে আছেন দলে। আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ রিয়াদও বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন। 

সিনিয়রদের বিদায়ে জাতীয় দলে বড় দায়িত্ব নিচ্ছেন আফিফ হোসেন, নুরুল হাসান সোহান ও লিটন দাসরা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য তাদের মাঝেই খুঁজছেন সিনিয়র ক্রিকেটারদের। তবে আফিফ-সোহানরা এখনই মুশফিক-রিয়াদ হয়ে যাননি বলে মনে করেন তিনি।

বুধবার মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, ‘কয়েকটা ছেলের খেলা অসম্ভব ভাল লাগে। লিটন, সোহান, আফিফের ব্যাটিং দেখতে ভাল লাগে। এর মানে ওরা প্রতিদিন রান করবে এমন না। মিরাজের খেলা দেখেন কোন না কোন বিভাগে ভাল করছে।’

পাপন আরও বলেন, ‘এখন আমাদের দলে অনেকগুলো খেলোয়াড় আছে যারা ভালো খেলছে কিন্তু ওদের সময় দিতে হবে। আফিফ কিন্তু এখনও মুশফিক বা মাহমুদউল্লাহ হয়ে যায়নি। সোহানও না। লিটন দাস এখনও তামিমের কাছাকাছি যায়নি। ওদের সম্ভাবনা আছে এবং যদি একটা বছর সময় দেয়া যায়।’

সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ২-০ তে টি-২০ সিরিজ জিতে বুধবার সকালে দেশে ফিরেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। আমিরাতে ম্যাচ জিতে শুধু টাইগার শিবিরে হারের আতঙ্কই দূর হয়েছে। তবে পাপনের মতে, বিশ^কাপের মূল প্রস্তুতি হবে নিউজিল্যান্ডে। 

তিনি বলেন, ‘এই দুটি ম্যাচ জেতা ওদের জন্য আত্মবিশ্বাস বাড়াবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে অস্ট্রেলিয়া সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। ওখানের কন্ডিশন, উইকেট, বিপক্ষ সম্পর্কে দলের অনেকগুলো ছেলের কোন ধারণা নেই। ওখানের সঙ্গে আরব আমিরাতের কোন মিল নেই। তবে নিউজিল্যান্ডে যে ত্রিদেশীয় সিরিজ আছে ওখানে খেলা অবশ্যই কিছুটা সাহায্য করবে।’

উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১১টায় নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।