ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাহমুদউল্লাহকে নিয়ে ধোঁয়াশা কাটলো না

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২ ০৪:৫০

মাহমুদউল্লাহ রিয়াদ৷ ছবি সংগৃহীত মাহমুদউল্লাহ রিয়াদ৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলে থাকছেন কি মাহমুদউল্লাহ রিয়াদ? ক্রিকেটাঙ্গনে এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি আলোচিত। থাকা, না থাকার গুঞ্জন দুটোই সমানভাবে রয়েছে। তবে রহস্যের জট খুলেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। সিনিয়র এই ক্রিকেটারের দলে থাকার বিষয়ে পরিস্কার কিছুই বলেননি তিনি। তাই ধোঁয়াশা রয়েই গেছে।


এখন নির্বাচকদের বিশ্বকাপ দল ঘোষণার অপেক্ষায় থাকতে হচ্ছে। আগামীকাল বিশ্বকাপ দলটা ঘোষণা হতেও পারে।


টি-২০ ক্রিকেটে বাংলাদেশের নতুন চিন্তা-ভাবনার সঙ্গে মাহমুদউল্লাহ কতটা মানানসই জানতে চাইলে বিসিবি সভাপতি মঙ্গলবার বলেছেন, ‘এখানে ইস্যুটা মাহমুদউল্লাহকে নিয়ে না। আমরা এখন যা করছি তা এই বিশ্বকাপের জন্য নয়। এই বিশ্বকাপকে টার্গেট করে কিছু করলে হবে না। আপনাকে সামনের বিশ্বকাপকে (২০২৪) টার্গেট করে কিছু করতে হবে। এমন কোনো কোচ নেই, এমন কোনো বোর্ড নেই যে আপনাকে রাতারাতি টি-টোয়েন্টি ফরম্যাট সব ঠিক করে দেবে। এতো দিন যা হয়েছে, হয়েছে। আপনাকে লং টার্মে চিন্তা করতে হবে।’


মাহমুদউল্লাহর রাখা না রাখার বিষয়ে পাপন বলেন, ‘এই মুহুর্তে আমার জন্য বলা বেশি কঠিন। কারণ হচ্ছে কি, কম্বিনেশনে ওরা কি চিন্তা করছে সেটা নিয়ে যতক্ষণ আমাকে না বলছে তাহলে তো বুঝতে পারছি না।’

তবে মাহমুদউল্লাহ চাইলে তাকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণার সুযোগ করে দিবে বিসিবি। মঙ্গলবার পাপন বলেছেন, ‘যদি ওকে (মাহমুদউল্লাহ) রিটায়ার্ড করতে হয় এবং আমরা যদি ওকে জায়গা (দলে) না দিতে পারি তাহলে, ওকে এই সুযোগ (মাঠ থেকে রিটায়ার্ড) নুন্যতম সম্মান তো দেয়া উচিত। কারণ মাহমুদউল্লাহ রিয়াদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বহু ম্যাচ জিতিয়েছে আমাদের।’


সম্প্রতি অবসর নেয়া মুশফিকের প্রসঙ্গ তুলে পাপন বলেন, ‘মুশফিকও। মুশফিক অবসর নিয়েছে, আমাদের তো খারাপ লাগে। শেষ দিন পর্যন্ত বলেছি, মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যান। খেলোয়াড়রা নিজেরা অবসরের ঘোষণা না দিয়ে যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা তাদেরকে সম্মান জানিয়ে বিদায় দেব। সেটা যে কোনো ফরম্যাটে। সেই সুযোগটা তারা যেন আমাদেরকে দেয়।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।