ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজকে অটো চয়েজ ভাবার দিন শেষ: সুজন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২ ০৬:৪৪

মুস্তাফিজুর রহমান৷ ছবি সংগৃহীত মুস্তাফিজুর রহমান৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: মুস্তাফিজ কি অটো চয়েজ? হ্যাঁ কিংবা না উভয় উত্তরের স্বপক্ষে থাকতে পারে যুক্তি, হতে পারে তর্ক৷ তবে এমন প্রশ্নে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের মতে মুস্তাফিজকে অটো চয়েজ ভাবার দিন শেষ৷

মুস্তাফিজকে ধরে নেওয়া হয় অটো চয়েজ৷ এমন ধরে নেওয়ার পেছনে রয়েছে যৌক্তিক কারনও৷ কেননা বাকি পেসাররা দুই-এক ম্যাচে খারাপ করলেই জায়গা হারায় একাদশে৷ তবে খারাপের সর্বোচ্চ করেও টিকে যাচ্ছে মুস্তাফিজুর রহমান৷ চাপের মুহূর্ত্বে দায়িত্বের অনেকটাই যার কাঁধে সেই মুস্তাফিজ আফগানিস্তানের বিপক্ষে ১ ওভারে ১৭ রান খরচে ম্যাচ জয়ের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে শতভাগ৷

শুধু গেল ম্যাচ যে এমন তা নয়৷ মিরপুরের বাইরে বড্ড মলিন কাটার মাস্টার৷ উইকেট নেই, রান রেট উচ্চ মাত্রার, কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ৷ এ শুধু আক্ষেপ আর হতাশার৷

মুস্তাফিজ প্রসঙ্গে সুজন বলেন, মুস্তাফিজ কি এখনও দেশসেরা পেসার? তাকে যে অটো চয়েজ ধরা হয়, সেই প্রথা কি ভাঙার সময় এসেছে? হয়তোবা। আমি জানি না। ভালো প্রশ্ন। আমরাও এটা নিয়ে একটু উদ্বিগ্ন। আমরাও যে জানি না তা না। প্রশ্নটা একদম নতুন না আমাদের কাছে। আমরা যে এটা নিয়ে ভাবছি না তা না। তবে আমি বিশ্বাস করি, সে এখনও সেরাদের একজন। ওর যে বৈচিত্র‍্য আছে বোলিংয়ে, সেটা হয়তো আমাদের অনেক পেসারের নেই। হয়তো ওই বৈচিত্র‍্য কাজে লাগছে না বা ও বাস্তবায়ন করতে পারছে না। কিছু একটা হচ্ছে ‘

অটো চয়েজ না হলেও সামর্থ্য আর অভিজ্ঞতার কারনে বাকিদের চেয়ে মুস্তাফিজকে এগিয়ে রাখছেন সুজন৷ টিম ডিরেক্টরের মতে,, ‘এটা খুব উদ্বেগজনক যে, গত ১৫-১৬ ম‍্যাচে মুস্তাফিজ সেভাবে উইকেট পাচ্ছে না, ইকোনমি রেটও ভালো না। তবে অটো চয়েজ বলে কিছু নেই। তারপরও এই ফরম‍্যাটে আমরা সব সময় ওকে এগিয়ে রাখি, ওর অভিজ্ঞতা, আইপিএলে খেলে, সব কিছূ মিলিয়ে এই সংস্করণে আমাদের ফাস্ট বোলারদের মধ‍্যে সবচেয়ে বেশি ম‍্যাচ খেলেছে মুস্তাফিজই। ওই হিসেবে মুস্তাফিজকে এগিয়ে রাখা হয়।’

ক্রিকেটারের ক্যারিয়ারে ভালো এবং খারাপ দুই সময় প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকে৷ খারাপ সময় কাটিয়ে সুসময়ে ফিরবেন মুস্তাফিজ এমনটিও বিশ্বাস করা সুজন বলেন, মুস্তাফিজ ভালো করেনি তা না, তবে গত ২ বছর সে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছে না, এটা আমাদের সবার জন‍্য উদ্বেগের ব‍্যাপার। তবে আমি বিশ্বাস করি, ফর্ম ইজ টেম্পরারি, ক্লাস ইজ পারমানেন্ট। আমি এখনও বিশ্বাস করি, মুস্তাফিজ এখান থেকে বের হয়ে আসবে, দলকে আবার ম‍্যাচ জেতাবে। এই বিশ্বাসটা আমাদের সবারই আছে।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।