ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান পরিসংখ্যান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ ২০:২৬

বাংলাদেশ-আফগানিস্তান। ফাইল ছবি বাংলাদেশ-আফগানিস্তান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে (৩০ অগাস্ট) মঙ্গলবার। বাংলাদেশ সময় রাত ৮ টায় শারজাহ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ। চলতি আসরের উদ্বোধনী ম্যাচে আয়োজক শ্রীলংকাকে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই উড়িয়ে দিয়ে মধুর ছন্দে রয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে শক্তিমত্তার বিচারে মোহাম্মদ নবীর দল অনেকটাই এগিয়ে। কেননা টি-টোয়েন্টি বলে কথা। তবে এই সংস্করণে যে কোন দল যে কোন দিন হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। দুই দলের লড়াইয়ের আগে দেখে নেয়া যাক মুখোমুখি পরিসংখ্যান।

২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে দুই দল মুখোমুখি হয়েছে মোট ১১ বার। যেখানে বাংলাদেশ জয় পেয়েছে ৭ ম্যাচে। অপরদিকে আফগানিস্তান ৪ ম্যাচে। এই সংস্করণে শেষ সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সাদা পোষাকে একবারই মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে বাংলাদেশের হার ২২৪ রানে।  


এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এখন পর্যন্ত বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হয়েছে মোট ৩ বার। এই লড়াইয়ে ২-১ ব্যবধানে এগিয়ে আফগানিস্তান।


টি-টোয়েন্টিতে ৯ দেখায় বাংলাদেশের ৩ জয়ের বিপক্ষে আফগানিস্তানের জয় ৫টিতে। শেষ পাঁচ ম্যাচে অবশ্য ২টি করে জয় পেয়েছে দুই দল। এক ম্যাচ ড্র।


পরিসংখ্যান বলছে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বড্ড পিছিয়ে বাংলাদেশ। এছাড়াও আফগান বোলার এবং ব্যাটারদের শ্রীলংকা ম্যাচের পারফর্মেন্স শতভাগ ভয়জাগানী। বিশেষ করে নতুন বলে ফজল হক ফারুকী হয়ে উঠতে পারে টাইগার সমর্থকদের হতাশার কারন। হলফ করে বলাই যায় তার বিপক্ষে বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশ টপ অর্ডার ব্যাটারদের।


গেল বছর বিশ্বকাপ থেকে বাংলাদেশ দল এই সংস্করণে বড্ড মলিন। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষেও সিরিজ হার হতাশ করেছে সবাইকে। এশিয়া কাপে পুরনো নেতার অধীনে নতুন করে খেলবে বাংলাদেশ। ভাগ্যের কতটা পরিবর্তন আসতে তা সময়ে বলবে।

আফগানিস্তান: মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জদরান, আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হাসমতউল্লাহ শহিদি, হজরতউল্লাহ জাজাই, ইবরাহিম জদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জদরান, নাভিন উল হক, নুর আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, সামিউল্লাহ শেনওয়ারি।

বাংলাদেশ: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ।

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।