ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বোলারদের খারাপ দিনে ধরাশয়ী হচ্ছে বাংলাদেশ!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ আগস্ট ২০২২ ১৯:৫২

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি সংগৃহীত বাংলাদেশ ক্রিকেট দল। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ শিরোনামের যথার্থতা খুঁজতে সবার প্রথমে করণীয় একটি পরিসংখ্যানে চোখ বুলানো৷ আলোচনার শুরুতে সেটি তুলে ধরাই শ্রেয়৷

 

বাংলাদেশ ক্রিকেট দল চলতি বছরে এখন পর্যন্ত নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ম্যাচ খেলেছে মোট ১১টি ৷ সিরিজের বিচারে সংখ্যাটি চার ৷ এই চার সিরিজের মধ্যে জয় পেয়েছে তিনটিতে, ম্যাচ জয়ের সংখ্যা সাত ৷ এই সাত ম্যাচে সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ একবার এবং মেহেদি হাসান মিরাজ দুইবার ম্যাচ সেরা হয়েছিলেন৷

এই পরিসংখ্যানের সারমর্ম বুঝতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়৷ বাংলাদেশের পক্ষ্যে ম্যাচের ফল আসাতে বড় ভূমিকায় পালন করছে বোলাররা৷

সব ছাপিয়ে ব-দ্বীপ ক্রিকেটে আলোচনার সবটুকু জুড়েই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার৷ প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো সংগ্রহ করলেও সেটিতে স্বাগতিকদের আটকিয়ে রাখতে পারেনি সফরকারীরা৷ তামিমদের স্ট্রাইকরেট , সাহসীকতা নিয়ে আলোচনা-সমালোচনার মাঝে চাপা পড়েছে বোলারদের শতভাগ ব্যর্থতা৷ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পেছনে অনেকাংশে দায়ী বোলাররাই৷

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের বোলাররা শুরুতে দারুণভাবেই চাপে রেখেছিল স্বাগতিকদের। তবে সময়ের ব্যবধানে খেল হারিয়ে ফেলেছেন মিরাজ থেকে শুরু করে মুস্তাফিজ। এছাড়াও শরিফুল, তাসকিনও নিজেদের সেরাটা প্রয়োগ করতে পারেনি। দুই ম্যাচেই বোলাররা খারাপ করেছে, দুই ম্যাচেই লজ্জার হার মেনে নিতে হয়েছে বাংলাদেশকে। 

বাস্তবিক ভাবেই জিম্বাবুয়ের এই পিচে বোলারদের তেমন কিছুই করার নেই৷ তবে সুপার লিগের পয়েন্ট টেবিলে দাপট দেখানো এবং বিশ্বকাপ জয়ের স্বপ্নে মশগুল থাকা দলের বোলিং বিভাগের অনেক কিছুই করার সামর্থ্য থাকতে হবে৷ তা না হলে দিন শেষে শুধু শিক্ষা সফরের কথাই বলতে হবে। 

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।