ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নিজেকে প্রমাণের চ্যালেঞ্জে রোমাঞ্চিত বিজয়

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৪ জুন ২০২২ ০৩:০২

দীর্ঘ আট বছর পর টেস্ট খেলার অপেক্ষায় বিজয়। ফাইল ছবি দীর্ঘ আট বছর পর টেস্ট খেলার অপেক্ষায় বিজয়। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ মিরপুর স্টেডিয়ামে সাদা বলেই অনুশীলন করছিলেন এনামুল হক বিজয়। ইয়াসির আলী ইনজুরিতে পড়ায় হুট করেই টেস্ট দলে ডাক আসে তার। অ্যান্টিগায় প্রথম টেস্টের সময় দলের সঙ্গে যোগ দেন বিজয়। 

আগামীকাল শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় টেস্টে ডানহাতি এ ওপেনারের খেলার খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর রান খরার কারণে বিজয়কে একাদশে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আট বছর পর টেস্ট দলে ফিরে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ নিচ্ছেন বিজয়। ২৯ বছর বয়সী এ ক্রিকেটার বলেছেন, সুযোগ পেলে সাদা পোশাকের ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসার প্রমাণ দিবেন।

সেন্ট লুসিয়ায় আগামীকাল শুরু হবে দ্বিতীয় টেস্ট। গতকাল ড্যারেন স্যামি স্টেডিয়ামে অনুশীলনের পর বিজয় বলেন, ‘আসলে এটা সত্যি যে আমি সাদা বলে ডাক পেয়েছিলাম, আমি সাদা বলেই অনুশীলন করছিলাম কিন্তু মাথার মধ্যে সবসময়...। আমি নিজেও কয়েকবার বলেছি এবং বিশ্বাস করি যে, টেস্ট ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসি। এটা আমার ভেতরে অনেক বেশি প্যাশন কাজ করে। যখন সুযোগ পাব আমি অবশ্যই প্রমাণ করার চেষ্টা করব।’

টেস্টের প্রতি ভালোবাসার প্রমাণ দিবেন বিজয়। তিনি বলেন, ‘আমি আট বছর পর জাতীয় দলে ডাক পেয়েছি টেস্টে, এটা আমার জন্য বড় সুযোগ। এখন নিজেকে প্রমাণ করার পালা, যে এটা আমি আসলে অনেক পছন্দ করি, আসলেই ভালোবাসি। আমি অনেক রোমাঞ্চিত, প্রসেসগুলো ফলো করব। অনেকদিন ধরে খেলে আসছি নতুন করে কোনকিছু পরিবর্তন করতে চাই না, প্রথম শ্রেণীতে যেভাবে আমি মন দিয়ে চিন্তা করেছি খেলতে চাই, দেশের জন্য সেটাই চেষ্টা করব।’

বাংলাদেশের হয়ে ৪টি টেস্ট খেলেছেন তিনি। ৭৩ রান করে বাদ পড়েছেন। শেষ টেস্ট খেলেছেন ২০১৪ সালের সেপ্টেম্বরে। ওই ম্যাচটা ছিল ক্যারিবিয়ানদের বিপক্ষে। এবার একই প্রতিপক্ষের বিপক্ষে প্রত্যাবর্তনের আশায় আছেন বিজয়।

তিনি বলেছেন, ‘আসলে আমি যেটা ভাবছি বা চিন্তা করছি আমি যদি সুযোগ পাই, আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব যেন ভালো একটা সংগ্রহ স্কোরবোর্ডে দিতে পারি বাংলাদেশ দলের জন্য। ওখানে আমি খেলছি বা আরেকজন খেলছে, গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রুত উইকেট পড়ে যাওয়াটা থামানো থেকে শুরু করে ওখান থেকেই স্কোর মুভ করা থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং ওই জায়গাটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্য।’

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় সাড়ে ৭ হাজার রান রয়েছে বিজয়ের। সেঞ্চুরি করেছেন ২২টি। সেই অভিজ্ঞতা এখানে সাহস যোগাচ্ছে তাকে। 

বিজয় বলেন, ‘এটাই আমার সাহস, এটাই আমার শক্তি। আমি মনে করি এটাই আমার বাড়তি সাহস যোগায় ব্যাক অব দ্য মাইন্ডে যে, আমি নিজেকে একটা জায়গায় নিয়ে গেছি যেখানে এই জিনিসগুলো দেখলে বাড়তি বুস্টাপ বলেন বা আত্মবিশ্বাস আসে। অবশ্যই এটা আমার আমাকে সাহায্য করবে। এটা অবশ্যই বড় অভিজ্ঞতা আমার জন্য যে আমি এতদিন ধরে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছি।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।