ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় টেস্টের উইন্ডিজ দল ঘোষণা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২২ ১৯:০৯

বাংলাদেশ উইন্ডিজ সফর৷ ছবি সংগৃহীত বাংলাদেশ উইন্ডিজ সফর৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: সিরিজের প্রথম ম্যাচ জিতে  ফুরফুরে মেজাজে রয়েছে স্বাগতিক উইন্ডিজ৷ দ্বিতীয় টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড৷

দ্বিতীয় টেস্টে পরাজয় ব্যতীত যে রেজাল্ট হোক না কেন সিরিজ জয় হবে ক্যরিবীয়দের৷ ২৪ জুন সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

প্রথম ম্যাচে বোলারদের দূর্দান্ত বোলিং ও ম্যাচ জয়ে আনন্দিত ক্যারিবীয় প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স। যদিও দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ।


এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'অ্যান্টিগায় দারুণ জয় পেয়েছি। দল সত্যিই ভালো খেলেছে এবং সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ম্যাচের আগে আমরা বেশ আত্মবিশ্বাসী। আমাদের খেলোয়াড়রা খুবই সুশৃঙ্খল এবং তারা নিজেদের শতভাগ দিচ্ছে।'

প্রথম ম্যাচে বোলারদের কৃতিত্ব দিয়ে হেইন্স বলেছেন, 'বড় কৃতিত্ব দিতে হবে আমাদের বোলারদের। তারা সত্যিই কঠোর পরিশ্রম করেছে প্রথম টেস্টে। আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। তারাও ভালো বল করেছে এবং তারাও বেশ সুশৃঙ্খল। আমি জানি শেষ ম্যাচে জিততে ছেলেরা সেরাটা দেবে।'

 উইন্ডিজ স্কোয়াড-

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডি সিলভা, আলজারি জোসেফ, গুডাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, রেমন্ড রেইফার, জেইডেন সিলস ও ডেভন থমাস।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।