ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

পদ্মায় ড্রাইভ করতে তর সইছে না হাবিবুল বাশারের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২২ ০৬:১৪

হাবিবুল বাশার সুমন। ফাইল ছবি হাবিবুল বাশার সুমন। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ বহুল কাঙ্খিত পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, রুপ নিয়েছে বাস্তবে। রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের অন্তত ২১টি জেলার এক মেলবন্ধন হবে তৈরি এই সেতুর মাধ্যমে। যে পদ্মা সেতুকে ঘিরে এতোদিন স্বপ্ন দেখেছে দক্ষিণের লাখো মানুষ তথা সমগ্র বাংলাদেশ! সেটা উদ্বোধনের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরেই পদ্মা সেতু হয়ে যাবে জনসাধারণের জন্য উন্মুক্ত। 

এদিকে স্বপ্নের পদ্মা সেতুতে ড্রাইভ করতে তর যেন আর সইছে না, সাবেক টাইগার অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের। কেননা, দক্ষিণের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলাতেই যে বাড়ি সাবেক এই ক্রিকেটারের। তাই স্বপ্নের পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই হাবিবুল বাশারের। তিনি বলেন, এখন আর ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হবে না ফেরির জন্য। যা তিনি দেখছেন বড় পাওয়া হিসেবেই। 

হাবিবুল বাশার বলেন, ‘আমরা যারা সব সময় দেশের বাড়িতে যাই, ভ্রমণ করি তাদের জন্য এইটা বিশাল পাওয়া। আগে ৮-৯-১০ ঘণ্টা সময় লাগতো। দেখা যেত ফেরির জন্য বসে আছি। কখন পার হবো তা নিয়ে থাকে দুশ্চিন্তা। এখন অন্তত ৫-৬ ঘণ্টা কম লাগবে আমার দেশের বাড়ি যেতে।’ 

স্বপ্নের পদ্মা সেতু, বাস্তবে রুপ দেওয়ার রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতেও ভুল করেননি হাবিবুল বাশার সুমন। অন্তরের অন্তঃস্থল থেকেই জানিয়েছেন ধন্যবাদ। 

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে সুমন বলেন, ‘আমার তো ইচ্ছে ছিল প্রথম দিনই ড্রাইভ করার। আমরা যারা ওই অঞ্চলের বাসিন্দা, তাদের জন্য অনেক অনেক বড় পাওয়া। অবশ্যই অন্তরের অন্তঃস্থল থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই।’ 

এদিকে গাড়ি চালিয়ে পদ্মা সেতু পার হতেও তর সইছে না প্রধান নির্বাচকের। উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে তিনি আরও বলেন, ‘খুবই এক্সসাইটেড কবে থেকে (যানবাহন) চলাচল শুরু হবে। আশা করি এখন না পারলেও শিগগিরই যাবো। এমনি দেখতে গিয়েছি পদ্মা সেতু। কিন্তু পদ্মা সেতুতে গাড়ি চালিয়ে যাবো এজন্য আমি ভীষণ রোমাঞ্চিত।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।