ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাকিবের প্রশংসায় উজ্জীবিত তাসকিন

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৩ জুন ২০২২ ০৪:১১

তাসকিন আহমেদ৷ ছবি সংগৃহীত তাসকিন আহমেদ৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: কাঁধের ইনজুরির কারণে টানা পাঁচটি টেস্ট মিস করেছেন তাসকিন আহমেদ। সেই চোট কাটিয়ে এখন সুস্থ ডানহাতি এই ফাস্ট বোলার। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট না খেললেও সীমিত ওভারের দুই ফরম্যাটে খেলবেন তিনি।


অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ হেরেছিল ৭ উইকেটে। সেই ম্যাচে পেসাররা ৮ উইকেট নিয়েছেন। ম্যাচে না থেকেও পেসারদের এই পারফরম্যান্সে তাসকিনের প্রশংসা করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। পেসারদের পরিবর্তনের পেছনে তাসকিনের বড় অবদানের কথা উল্লেখ করেছেন তিনি।


টেস্ট অধিনায়কের প্রশংসা ছুঁয়ে গেছে তাসকিন। ইনজুরি কাটিয়ে উঠা এ পেসার বলেছেন, এটি তাকে আরও ভালো করতে প্রেরণা যোগাবে।


বুধবার মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের পর তাসকিন বলেছেন, ‘এটা আসলে সংশয় নেই তিনি একজন লিজেন্ড। তিনি যখন বলেছে, ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আমার। আরো অনুপ্রাণিত করেছে আমাকে যে, আমি আরো ভালো করতে পারব। খুব ভালো লেগেছে আসলে।’


অ্যান্টিগা টেস্টের পর সংবাদ সম্মেলনে এবাদত-খালেদ আহমেদের বোলিংয়ের প্রশংসা করতে গিয়ে তাসকিনের প্রশংসা করেছিলেন সাকিব। তিনি বলেছিলেন, ‘একটা বড় কৃতিত্ব দিতে হয় আসলে তাসকিনকে। তাসকিন আসলে শেষ দুই-তিন বছরে দেখিয়ে দিয়েছে যে, কিভাবে আসলে একজন পেস বোলার বড় হতে পারে কিংবা সামনের দিকে এগোতে পারে এবং ব্যাকরণগত কিভাবে উন্নতি করতে পারে। আমার মনে হয়, তাকে অনেকেই অনুসরণ করে। আমাদের পেস বোলারদের ভালো করার পেছনে এটা একটা বড় কারণ।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।