ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

স্টনিয়ারের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২২ ০০:২৩

ট্রেনার রিচার্ড স্টনিয়ার৷ ছবি সংগৃহীত ট্রেনার রিচার্ড স্টনিয়ার৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি, মাদিবার দেশে স্বপ্ন পূরণের সাথে ইতিহাস রচনা করতে বাংলাদেশ যুব দলের প্রয়োজন ছিল ১৭৭ রান৷ ফাইনাল ম্যাচ জয়ের মত সেই দিনে সাকিব-শরিফুলের বল হাতে আগ্রাসন ও আকবর, ইমনদের বাইশগজে ব্যাট হাতে লড়াই যেমন মনে রাখতে হবে তেমনি মনে রাখতে হবে ট্রেনার রিচার্ড স্টনিয়ারের নাম৷ যে দলটির হাত ধরে এসেছিল বিশ্বমঞ্চে সর্বোচ্চ সফলতা সেই দলের প্রতিটি সদস্যের পরম বন্ধু ছিল রিচার্ড স্টনিয়ার৷ তবে এই ট্রেনারকে আর দেখা যাবে না যুবদলের দায়িত্বে৷

রিচার্ড স্টনিয়ারের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি৷ মূলত সর্বশেষ যুব বিশ্বকাপের ব্যর্থতার পর বিদেশি কোচিং স্টাফের কারও সঙ্গেই চুক্তি নবায়নের কাজ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ নিজ দেশের ক্রিকেটে কাজ করার জন্য প্রধান কোচ নাভিদ নেওয়াজ আগেই বিদায় নিয়েছেন। বর্তমানে তিনি শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্বও পালন করছেন।

বিসিবির গেম ডেভেলাপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ বলেন, ‘ঈদের পর আমাদের যুব দলের কার্যক্রম শুরু হবে। এর আগেই কোচরা চলে আসবেন। নতুন কোচিং প্যানেল আমাদের সঙ্গে যুক্ত হবে। আমরা বাইরে থেকে ট্রেনারও আনছি। শিগগিরিই তার নাম জানতে পারবেন।’

প্রধান কোচ ও ব্যাটিং কোচের পর বিদেশি নতুন ট্রেনারও আসছে। এরই মধ্যে প্রধান কোচ হিসেবে স্টুয়ার্ট ল এবং ব্যাটিং কোচ হিসেবে ওয়াসিম জাফরকে নিয়োগ দিয়েছে বিসিবি। নতুন ট্রেনারের সঙ্গে মৌখিক কথা পাকাপাকি হয়ে গেলেও আনুষ্ঠানিক চুক্তির পর তার নাম প্রকাশ করা হবে।

 


-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।