ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মাহমুদউল্লাহ-তাসকিনরা দেশ ছাড়বেন শুক্রবার

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২০ জুন ২০২২ ২০:৫৪

মাহমুদউল্লাহ রিয়াদ৷ ছবি সংগৃহীত মাহমুদউল্লাহ রিয়াদ৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের প্রথম টেস্ট শেষ হয়েছে। আগামী ২৪ জুন সেন্ট লুসিয়ায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজের পর সীমিত ওভারের দুই ফরম্যাটে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি করে টি-২০ ও ওয়ানডে খেলবে টাইগাররা।


এই দুই ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশের ক্রিকেটারদের একাংশ আগামী ২৪ জুন (শুক্রবার) দেশ ছাড়বেন। সোমবার বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, শুক্রবার সকাল ৮টায় বাংলাদেশের বিমানের ফ্লাইটে চড়ে লন্ডন যাবেন তারা। সেখান থেকে ক্যারিবিয়ানগামী বিমানে উঠবেন সবাই।

টেস্ট দলের বাইরে আছে এবং টি-২০ ও ওয়ানডে দলে রয়েছেন এমন ক্রিকেটাররাই ক্যারিবিয়ানে যাবেন শুক্রবার। তাদের মধ্যে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, মুনিম শাহরিয়ার, নাসুম আহমেদ, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, শরীফুল ইসলাম।

 


ইনজুরি কাটিয়ে ফিট হয়েছেন তাসকিন ও শরীফুল। বর্তমানে মিরপুর স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করছেন তারা। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট চলাকালীনই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে যাবেন শরীফুল-আফিফরা। তাই কন্ডিশনে মানিয়ে নেয়ার এবং সিরিজের মূল লড়াইয়ে নামার আগে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পাবেন তারা।
উল্লেখ্য, আগামী ২ জুলাই ডমিনিকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।