ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মুুমিনুল-তাইজুলকে কৃতিত্ব দিলেন মিরাজ

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৮ জুন ২০২২ ২১:০৬

মেহেদি হাসান মিরাজ৷ ছবি সংগৃহীত মেহেদি হাসান মিরাজ৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে মেহেদী হাসান মিরাজ ছিলেন বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলার। ৭ ওভারে ২৮ রান দিয়েছিলেন ডানহাতি এ অফস্পিনার। ম্যাচের দ্বিতীয় দিনে বোলিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানে থামিয়ে দেয়ার পেছনে বড় অবদান তার।

ইনিংসে ২২.৫ ওভার বোলিং করে ৫৯ রানে ৪ উইকেট নিয়েছেন ২৪ বছর বয়সী এ স্পিনার।
অর্থ্যাৎ দ্বিতীয় দিনে ১৫.৫ ওভার বোলিং করেই ৩১ রানে ৪ উইকেট তুলে নেন মিরাজ। বোলিংয়ে নিজের সাফল্যের জন্য সতীর্থ মুমিনুল হক ও তাইজুল ইসলামকে কৃতিত্ব দিয়েছেন এ অফস্পিনার। বোলিংয়ে ঘুরে দাঁড়াতে তারাই প্রেরণা যুগিয়েছেন মিরাজকে।


ম্যাচের প্রথম দিনে নিজের বোলিং নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেছেন, ‘প্রথম দুই স্পেলে আমি সঠিক জায়গায় বল করিনি। তাই হতাশ ছিলাম। আমার মনোযোগ ফেরানো প্রয়োজন ছিল।’


মুমিনুল-তাইজুলের কথায় মনোবল ফিরে পান মিরাজ। সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডানহাতি এ অফস্পিনার বলেন, ‘মুমিনুল (হক) ও তাইজুল (ইসলাম) আমাকে সাহায্য করেছে। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সমর্থন দিয়েছে। ঘুরে দাঁড়াতে সাহায্য করায় তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ।’


অ্যান্টিগার উইকেট বেশ স্লো, যা ধরতে সময় লেগেছিল মিরাজের। এ তরুণ বলেছেন, ‘উইকেট খানিক ধীরগতির। তাই আপনি যদি টানা সঠিক জায়গায় বোলিং করেন তাহলে সুযোগ আসবেই। তাই আমি (দ্বিতীয় দিন) বেশি বেশি ডট বল করতে চাচ্ছিলাম।’


প্রথম দিনে নিজের বোলিংয়ের কৌশলে ভুল ছিল জানিয়ে মিরাজ বলেছেন, ‘প্রথম দিন আমি উইকেটের জন্য বল করছিলাম। এটিই সমস্যা হয়ে যায়। পরে আমি রান কমিয়ে বোলিং শুরু করি। আমার মনে হচ্ছিল ওভারপ্রতি দুই-আড়াই রান করে দিলেই সুযোগ পাবো। এসব জিনিসই আমার পক্ষে কাজ করেছে।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।