ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্রাম কান্ডে যারা বাদ, তাদের দিকে তাকিয়ে পুরো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে ২০২২ ০৬:০৮

মিরপুর টেস্টে আরেকবার প্রয়োজন মুশফিক-লিটন জুটি৷ ছবি সংগৃহীত মিরপুর টেস্টে আরেকবার প্রয়োজন মুশফিক-লিটন জুটি৷ ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপের শেষটা দিয়ে নতুন গল্প শুরু করা যাক৷ পুরো দল যেখানে ব্যর্থ সেখানে ব্যর্থতার জন্য ঘরের মাঠে সিরিজে বাদ পড়েছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস৷ কারন হিসেবে বলা হয়েছিল বিশ্রামের কথা৷ একজনকে ডিসকাউন্ট আরেকজনকে নিয়ে ট্রল করা হয়েছিল আয়না কান্ডে৷ সেসব এখন পুরনো স্মৃতি, ভুলে না গেলেও মনে করার চেষ্ঠা করবে না সমালোচকরা৷ চট্টগ্রামের পর মিরপুর টেস্টে ব্যাট হাতে ঝলক দেখিয়ে সব রাস্তা বন্ধ করে দিয়েছেন দুজনে৷

সাকিবের বোলিংয়ের পর যখন অলআউট হওয়ার পথে ছিল লঙ্কানরা তখন ধারাভাষ্যকার বলেছিলেন অলআউট স্বস্তির, তবে মনে রাখতে হবে বাংলাদেশর টপ অর্ডার খুব ভালো ছন্দে নেই৷ মনে রাখতে বলা কথা বাস্তবে পরিণত হয়ে লজ্জা নাকি বিপর্যয় মানে ধ্বংস নয় কোনটি হবে তার জন্য অপেক্ষা করতে হবে নতুন দিনের শুরুর সকাল৷ সংগ্রামের ইতিহাস নাকি পরাজয়ের গ্লাণি লেখা হবে মিরপুর টেস্টে তা ভবিষ্যতের জন্য তুলে রাখা যাক৷

শেষ বিকেলে বাংলাদেশ হারিয়েছে ৩৪ রানে চার উইকেট৷ ইনিংস ব্যবধানে হার এড়ানোর জন্য প্রয়োজন আরও ১০৭ রান৷ ম্যাচ বাঁচাতে সারাদিন ব্যাট না করার কোন বিকল্প আপাতত হাতে নেই স্বাগতিকদের৷ রানের খাতা খুলতে পারনেনি অভিজ্ঞ তামিম ইকবাল, ছন্দ ফিরে পায়নি শান্ত ও কাপ্তান মুমিনুল৷ তরুণ জয় লড়াইয়ে চেষ্ঠা করলেও সামলিয়ে উঠতে পারেনি বড়দের বিদায়ের চাপ৷ মাঠে থেকে দিনের ইতি টেনেছে লিটন দাস ও মুশফিকুর রহিম৷

প্রথম ইনিংসের মত শক্ত হাল মুশি-লিটন ধরবে এমন চাওয়া নিশ্চিতভাবে সকল ক্রিকেট প্রেমীর৷ অপরদিকে সফরকারীদের বিপক্ষে যেন লজ্জা মেনে নিতে না হয় এমন চাওয়া অবশ্যই সকল দেশ প্রেমীর৷ বড় কথা ছোট করে বললে দাঁড়ায় পুরো বাংলাদেশ বড় আশা নিয়ে তাকিয়ে ঐ দুই ব্যাটারের দিকে৷ তারা বড্ড অভিমানী৷ কিন্তু ভালো মত জানেন নিজেদের দায়িত্ব৷ তাই চেষ্ঠা নিশ্চই করবেন লাল সবুজের পতাকার সম্মান ব্যাট বলের লড়াইয়ে সমৃদ্ধ করতে৷

ক্রিকেট মাঠে যারা নিবেদিত তাদের দুঃসময়ে আমাদের উচিত আরও মধুর ব্যবহার করা৷ তাদের ঘিরেই তো আমাদের ক্রিকেট৷ মুশফিকের বাবা বলেছিলেন, 'আমরা বাঙালি জাতি বলেই অভিমান অনেক৷ তাই সমালোচনা করি বেশি'৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।