ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিড নিল শ্রীলংকা, ম্যাথুস-চান্দিমালের কল্যাণকর জুটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মে ২০২২ ২২:০৫

মিরপুর টেস্টে লিড নিয়েছে শ্রীলংকা মিরপুর টেস্টে লিড নিয়েছে শ্রীলংকা

নিজস্ব প্রতিবেদক: মিরপুর টেস্টের প্রথম দিনের শুরুর সকাল ভুলে যেতে চাইবে তামিম-সাকিবরা৷ সাথে মনে রাখতে চাইবে নয় নিশ্চিত মনে রাখবে চরম বিপর্যয়ে লিটন-মুশফিকের জুটি৷ যে জুটি অসাধ্য সাধণ করেছে টেস্ট ইতিহাসে৷ সেটিকে মনে না রাখার সুযোগ নেই৷ ইনিংস মেরামতে দুই উইকেট রক্ষক ব্যাটারের কল্যাণে যখন স্কোরবোর্ডে রান সংখ্যা ৩৬৫ তখন স্বপ্ন জেগেছিল মিরপুর পিচ বলেই৷ তবে চতুর্থ দিনে লঙ্কানরা লিড নেওয়ায় জয়ের স্বপ্ন মলিন বলেই ধরে নেওয়া যায়৷

তৃতীয় দিন শেষে ৮৩ রানে পিছিয়ে থাকা লঙ্কানরা লিড নিয়েছে নতুন দিনের প্রথম সেশনে৷ ব্যাট হাতে অর্ধশতক পূরণ করেছে দিনেশ চান্দিমাল৷ চট্টগ্রাম টেস্টে দূর্ভাগা ম্যাথুস মিরপুর টেস্টে রয়েছেন শতকের খুব কাছে৷ চলমান সিরিজে বর্তমানে সর্বোচ্চ রানের মালিক ম্যাথুস৷ দিনেশ চান্দিমালকে নিয়ে গড়েছেন ১০৫ রানের জুটি৷

মিরপুর টেস্টের বর্তমান অবস্থা থেকে বাংলাদেশর জয়ের সম্ভাবনা নেই বললেই চলে৷ ড্র হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকলেও বিজয়ের উৎসব করার সুযোগ রয়েছে দিমুথ করুনারত্নের দলের সামনে৷ ম্যাচ জয়ের পরিকল্পনায় দ্রুত রান তুলে বড় লিড নিয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে অলআউট করতে পারলেই  জয়ের সুযোগ পাবে দলটি৷

চতুর্থ দিনের শেষ পর্যন্ত কিংবা পড়ন্ত বিকেল পর্যন্ত মাঝারি ধরনের লিড নিতে পারলে লঙ্কানদের জন্য ম্যাচ হারের ভয় হারিয়ে যাবে পুরোপুরিভাবে৷ অপরদিকে পঞ্চমদিনে পিচের আচরণ ভিন্ন হলে ম্যাচ জয়ের কাজটি অনেক সহজ হতে পারে ম্যাথুসদের জন্য৷

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলকে নিয়ে এমন ভয়ের কারন ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৯৫ রান করেও দ্বিতীয় ইনিংসে ছন্নছাড়া ব্যাটিংয়ের কারনে শেষ পর্যন্ত হার ছিল ১০ উইকেটে৷

লাঞ্চ বিরতি পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ- ৩৬৯/৫
(অ্যা়ঞ্জেলো ম্যাথুস; ৯৩*, দিনেশ চান্দিমাল; ৬১*)

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।