ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নড়বড়ে হইনি, আপনাদের প্রত্যাশা বেড়ে গেছে

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২ ০২:১৭

দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি মুমিনুল ।ছবি: বিসিবি দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি মুমিনুল ।ছবি: বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্ট: দক্ষিণ আফ্রিকা সফর শেষে বুধবার ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একাংশ। সকাল ৯টায় দেশে ফিরেন অধিনায়ক মুমিনুল হকসহ কর্মকর্তাদের কয়েকজন। আগামীকাল একই সময়ে ফিরবেন দ্বিতীয় গ্রুপের ক্রিকেটাররা। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় আসবে তৃতীয় ও সবশেষ গ্রুপ।

ওয়ানডে সিরিজ জিতলেও দক্ষিণ আফ্রিকার কছে টেস্টে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ দল। মুমিনুল হকের নেতৃত্বে ২-০ তে হেরে যাওয়া সিরিজে ব্যাটিংটা হয়েছে নাজুক। যদিও বিদেশের মাটিতে এমন হারকে বড় চিন্তার কারণ মনে করেন না মুমিনুল। তার মতে, নিউজল্যান্ডে টেস্ট জেতায় দলটার প্রতি সবার প্রত্যাশা বেড়ে গেছে।

বুধবার বিমানবন্দরে মুমিনুল সাংবাদিকদের বলেছেন, ‘আমার কাছে মনে হয় না। এলার্মিং না। যেটা আমার কাছে মনে হয় এর আগেও কিন্তু অনেক সময় হয়েছে....। বাংলাদেশেও কিন্তু হয়েছে। আপনাদের প্রত্যাশাটা একটু বেশি ছিলো। আপনারা হয়তো অনেকে মনে করছে আমরা একটা টেস্ট ম্যাচ জেতার পর বিশ্বের এক নম্বর দল হয়ে গেছি। এটা কিন্তু আপনাদের ভুল ধারনা। ওয়ানডেতে বাংলাদেশে অনেক স্ট্যাবল দল। টেস্টে কিন্তু আমরা ওইবাবে স্ট্যাবল না। আপনি যেটা বললেন নড়বড়ে হয়ে গেছি আসলে সেটা হয়নি। ওই যে যেটা বললাম আমরা যখন স্পিনে খেলবো কোন দিকে রান করলে ভালো হবে কোন দিকে রান করলে রিস্ক থাকবে-এই জিনিসগুলো আমাদের মানিয়ে নিতে হবে।’

টেস্ট অনেক বড় ফরম্যাট, এখানে ভালো করতে আরও উন্নতি দরকার। অধিনায়ক বলছেন, ‘ওয়ানডে সিরিজ জিতেছে এটা অনেক ইতিবাচক ছিলো। সারা বছরও খেলি টেস্টে উন্নতির শেষ নেই। টেস্ট এমন একটা খেলা ওয়ানডের মতো না, এটা পাঁচদিনের খেলা এই পাঁচদিনে সব জায়গায় সব বিভাগে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব জায়গাতে ভালো করতে হবে। টেস্টে আমাদের অনেক উন্নতি করা লাগবে। এটা আমি সব সময় বলি ম্যাচ জিতলে বলি হারলেও বলি।’

এখনও টেস্টে অনেক কিছু শেখার আছে মনে করেন মুমিনুল। আজ টেস্ট অধিনায়ক বলেছেন, ‘ম্যাচ হারি জিতি প্রত্যেক সিরিজেই কিন্তু শেখার অনেক কিছুই থাকে। আপনি যদি শিক্ষা বাদ দেন তাহলে উন্নতি করতে পারবেন না। আমাদের শেখার অনেক কিছুই আছে। আমার মনে হয় ব্যাটিংয়ে স্পিন কিভাবে আপনি হ্যান্ডেল করবেন। টেস্ট ক্রিকেটে সেশনগুলোতে কিভাবে ডমিনেট করা যায়। পিছিয়ে পড়লে যেভাবে ব্যাক করে এগিয়ে যাওয়া যায়। টেস্ট বোলাররা নতুন বলে কিভাবে কোন জায়গায় বোলিং করবে। পুরনো বলে কোথায় বোলিং করবে। শেষ সেশনে কিভাবে বোলিং করবে। শেখার আসলে অনেক কিছুই আছে।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।