ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কঠিন পরিশ্রমে বাংলাদেশকে হারানো সম্ভব হয়েছেঃ এলগার

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২ ০৪:০০

মাথায় চোট নিয়েই দ্বিতীয় টেস্ট খেলেন এলগার। ফাইল ছবি মাথায় চোট নিয়েই দ্বিতীয় টেস্ট খেলেন এলগার। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজ যতটা সুখকর হয়নি তারথেকেও বেশি সুখকর হয়েছে আফ্রিকার টেস্ট সিরিজ। ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ হারলেও টাইগারদের বিপক্ষে আল্টিমেট ফরম্যাটে ডিন এলগারের জয় ২-০ ব্যবধানে। প্রথম ম্যাচ ২২০ রানে জয়ের পর স্বাগতিকরা দ্বিতীয় ম্যাচ জিতেছে ৩৩২ রানে।

সফরের শুরুতে পরাজয়ের আত্মবিশ্বাস নিয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করার পর প্রোটিয়া অধিনায়ক বলেন, 'আমি ব্যক্তিগতভাবে খুশি। কারন অধিনায়কত্ব নেওয়ার পর থেকে গত কয়েক মাস ভালো কেটেছে। আগামীতে এই ধারা চলমান রাখতে সর্বোচ্চ চেষ্ঠা থাকবে।'

দলের খেলোয়াড়দের নিয়ে এলগার মন্তব্য করে বলেন, 'আমাদের নিয়মিত একাদশে থাকা খেলোয়াড়দের অনেকে ছিল না টেস্ট সিরিজে। তাই স্বাভাবিক ভাবে সকলে এবং আমি নিজেও স্বীকার করেছি আমাদের থেকে বাংলাদেশ এই সিরিজে শক্তিশালী। তবে লোকে ধরে নিয়েছিল এটি একটি দুর্বল স্কোয়াড। কিন্তু আমি এটিকে সেভাবে দেখছি না। কারন আমরা পরিশ্রম করেছি অনেক। তাই বাংলাদেশকে হারানো সম্ভব হয়েছে।'

এলগার আরও বলেন, 'আমি এই স্তরে ছেলেদের সুযোগ দেওয়া সমর্থন দেই এবং আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তাদের দক্ষতা পরীক্ষা করার চেষ্টা করি। শেষ দুই টেস্টে ছেলেরা যেভাবে কাজ করেছে তাতে অত্যন্ত খুশি, অনেক কঠিন খেলার স্টাইল বাস্তবায়ন করতে হয়েছে এবং এমন কিছুর সাথে আমি পরিচিত নই। তবুও, আপনি যখন ভাল ক্রিকেট খেলছেন তখনও এই জিনিসগুলি চেষ্টা করে দেখা ভাল ছিল।'

দুই স্পিনারের কাছেই একপ্রকার সিরিজ হেরেছে মমিনুল বাহিনী। এই বোলারদের প্রসঙ্গে এলগার বলেন, 'আমাদের কাছে সবচেয়ে বড় কথা ছিল প্রসেস, কেশব আর সাইমনকে বিশ্বাস করা। কেশব সবসময়ই আমার নাম্বার ওয়ান স্পিনার ছিলেন, মূল বিষয় হলো তাদের চিন্তা ও প্রক্রিয়ার উপর আস্থা রাখার বিষয়ে। সৌভাগ্যবশত আমরা যে কন্ডিশনে খেলেছি তাতে সহায়তা করেছে। কিন্তু হ্যাঁ কি একটি সমন্বয় যে! দুই ছেলেকে তাদের ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে যেতে দেখে দারুণ লাগছে। আমাদের এই দলে ভালো স্পিন বোলার রয়েছে এবং তারা অফ-সিজন শুরু করেছে। কেশব এবং সাইমনকে রেফারেন্স পয়েন্ট হিসাবে এগিয়ে যাওয়া ভাল। টেস্ট ক্রিকেট একটি কঠিন ক্ষেত্র এবং নির্দিষ্ট গেমপ্ল্যান নিয়ে আসতে হবে বলে এখনও অনেক কঠিন কাজ করতে হবে। অল্পবয়সী ছেলেদের মনোভাব নিম্ন ক্রম থেকে চলে এবং আমি বলব যে ছেলেরা তাদের হাত উপরে রাখে এবং যারা এখানে নেই তাদের উপর চাপ দেয়।'

 

-নট আউট/এমআরএস/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।