ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

তাইজুলের ১৫০তম শিকার, রান পাহাড়ে দক্ষিণ আফ্রিকা

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২ ০৫:২৭

দ্বিতীয় বাংলাদেশী বোলার হিসেবে ১৫০ উইকেট শিকার তাইজুলের। ছবি: গেটি ইমেজ দ্বিতীয় বাংলাদেশী বোলার হিসেবে ১৫০ উইকেট শিকার তাইজুলের। ছবি: গেটি ইমেজ

 স্পেশাল করেসপন্ডেন্টঃ পোর্ট এলিজাবেথে বড়সড় চাপেই পড়েছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে রান পাহাড়ে চড়েছে। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় শনিবার প্রথম ইনিংসে ৪৫৩ রানের বড় সংগ্রহ গড়েছে প্রোটিয়ারা। চা বিরতির আগে অলআউট হওয়া দলটি ১৩৬.২ ওভার ব্যাট করেছে।

আজ শেষ ৫ উইকেটে ১৭৫ রান যোগ করেছে স্বাগতিকরা। বাংলাদেশের নির্বিষ বোলিং মাড়িয়ে রান তুলেছেন মহারাজ, হার্মাররা। মহারাজ ক্যারিয়ার সেরা ৮৪, মুলদার ৩৩, হার্মার ২৯, ভেরেইন্নে ২২, উইলিয়ামস ১৩ রান করেন। 

টানা ৫ সেশন ফিল্ডিং করা বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেই মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায়। ইনিংসের পঞ্চম বলেই অলিভিয়েরের শিকার হনন জয়। রানের খাতাই খুলতে পারেন এ তরুণ। 

চার হাফ সেঞ্চুরিতে সমৃদ্ধ প্রোটিয়াদের প্রথম ইনিংসটা গুটিয়ে দেয়ার পেছনে বড় কৃতিত্ব তাইজুল ইসলামের। বাঁহাতি এ স্পিনার একাই নিয়েছেন ৬ উইকেট। সাকিব আল হাসানের পর শনিবার দেশের হয়ে দ্বিতীয় বোলার হিসেবে দেড়শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ৩৬ ম্যাচে ৬১ ইনিংসে তার ঝুলিতে এখন ১৫০ উইকেট। 

আজ সিমন হার্মারকে নিজের দেড়শতম শিকার বানিয়েছেন তাইজুল। খালেদ ৩টি উইকেট নেন। উইলিয়ামস মিরাজের শিকার হলে শেষ হয় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। তাইজুল ১৩৫ রানে নেন ৬ উইকেটে। ক্যারিয়ারে ১০ম বার পাঁচ উইকেট পেলেন তিনি।

 

-নট আউট/এমজেএ/টিএ 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।