ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

দলের বিপদে ত্রাণকর্তা তাইজুল

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২২ ১১:১৫

পোর্ট এলিজাবেথ টেস্টে ছড়ি ঘোরাচ্ছেন তাইজুল। ফাইল ছবি পোর্ট এলিজাবেথ টেস্টে ছড়ি ঘোরাচ্ছেন তাইজুল। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটে সফলতার বিচারে অন্যতম সেরা স্পিনার তাইজুল ইসলাম৷ সাদা পোষাকে নিয়মিত পারফরম্যান্স করা এই বোলারকে ছাড়া সাদা পোষাকে দিশেহারা টিম টাইগার৷ যদিও অজানা কারনে মাঝে মধ্যেই বাদ পড়েন একাদশ থেকে৷ তবে সুযোগ পেলেই সেটি লুফিয়ে নেন, পূরণ করেন সাকিবের অভাব৷ 

ডারবান টেস্টে স্পিন বান্ধব পিচে জায়গা হয়নি তাইজুলের৷ সফরের শেষ ম্যাচে অবশ্য জায়গা পেয়েছেন৷ নিজেকে আরেকবার মেলিয়ে ধরেছেন মাদিবার রাষ্ট্রে৷ পাহাড় সমান রানে চাপা পরার আগেই লাগাম টেনে ধরেছেন স্বাগতিকদের৷ তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ তিন উইকেট৷  

টেস্টে সাকিবের পর বাংলাদেশ দলের সেরা স্পিনার এই বাঁ হাতি স্পিনার। পোর্ট এলিজাবেথে এদিন প্রথমে ৭০ রান করা প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার ও পরে ৬৪ রান করা কিগান পিটারসেনকে শিকারে পরিণত করেন তিনি। আর দিনের শেষদিকে রায়ান রিকেলটনকে রাব্বির ক্যাচে পরিনত করান অভিজ্ঞ এই স্পিনার।

 

-নট আউট/এমআএএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।