ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

তাইজুলের জোড়া আঘাত, বড় সংগ্রহের পথে দ.আফ্রিকা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২২ ০৫:৩৬

দুই হাফ সেঞ্চুরিয়ানকে ফিরিয়েছেন তাইজুল। ফাইল ছবি দুই হাফ সেঞ্চুরিয়ানকে ফিরিয়েছেন তাইজুল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ পোর্ট এলিজাবেথ টেস্টে দক্ষিণ আফ্রিকার উইকেট তুলে নিতে রীতিমতো সংগ্রাম চালাতে হচ্ছে বাংলাদেশের বোলারদের। দিনের প্রথম সেশনে প্রোটিয়াদের এক উইকেট তুলতে পারলেও, দ্বিতীয় সেশনেও তাইজুল ছাড়া বাকি বোলাররা ছিলেন নির্বিষ। দ্বিতীয় সেশনে এই টাইগার স্পিনার তুলে নিয়েছেন দুই হাফ সেঞ্চুরিয়ান ডিন এলগার ও কিগান পিটারসেনের উইকেট।

পোর্ট এলিজাবেথে এদিন প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ১০৭ রান জড়ো করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে টানা তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন প্রোটিয়া কাপ্তান ডিন এলগার। তবে দ্বিতীয় সেশনের প্রথমেই এলগারকে ফিরিয়ে বাংলাদেশের শিবিরে স্বস্তি ফেরান স্পিনার তাইজুল ইসলাম। ৮৯ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন প্রোটিয়া কাপ্তান।

এলগারের বিদায়ে প্রোটিয়াদের রানের লাগাম কিছুটা টেনে ধরে বাংলাদেশ। তবে এর মাঝেই হাফ সেঞ্চুরি তুলে নেন কিগান পিটারসেন। এরপর এই প্রোটিয়া ব্যাটারকেও ফেরান তাইজুল ইসলাম। যদিও আম্পায়ার বাংলাদেশের এলবিডব্লুর আবেদনে প্রথমে দেয়নি সাড়া। তবে রিভিউ নিয়ে বাংলাদেশ আদায় করে পিটারসেনের উইকেট।

পিটারসেনের বিদায়ের পর দ্বিতীয় সেশনে আরো কোন বিপদে পড়েনি দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশনে ১০৭ রান সংগ্রহ করা স্বাগতিকরা, দ্বিতীয় সেশনে তুলেছে ৯২ রান। চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৯৯ রান। বাভুমা ৩৩ ও রিকেলটন অপরাজিত আছেন ৭ রানে।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।